ব্যাঙ্কে চাকরি দেওয়ার প্রতারণার ঘটনায় গ্রেফতার ২

ব্যাঙ্কে চাকরি দেওয়ার নামে প্রতারণা। আর সেই অভিযোগ পেয়ে তদন্তে নেমে আসানসোল থেকে গ্রেফতার করা হল ২জনকে। বিধাননগর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, ২০২৩ ডিসেম্বর মাসের ২৩ তারিখে সুপর্ণা সাহা লিখিত অভিযোগ দায়ের করেন বিধাননগর সাইবার শাখায়। তাঁর অভিযোগ, অজ্ঞাত নম্বর থেকে তাঁর ফোনে একটি কল আসে তাঁর কাছে। সেখানে নিজেকে ব্যাঙ্কের প্রতিনিধি হিসাবে পরিচয় দিয়ে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়। একইসঙ্গে অভিযোগকারিনী এও জানান, তাঁর কাছ থেকে  বিভিন্ন কৌশলে ২ লক্ষ ৬২ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। পরবর্তী সময়ে চাকরি না পেয়ে সাইবার শাখার দ্বারস্থ হন। তাঁর সেই লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তকারী অফিসাররা তদন্তে নেমে অভিষেক কুমার রামকে গ্রেফতার করেন বিধাননগর কমিশনারেটের তদন্তকারী আধিকারিকেরা। এরপর এই অভিষেককে জিজ্ঞাসাবাদ করে আসানসোল থেকে গ্রেফতার করা হয় বিশাল বাউড়ি, রাহুল যাদবকে।

বিধাননগর কমিশনারেট সূত্রে খবর, মূলত বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন কৌশলে তাঁদের কাছ থেকে নথি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য হাতিয়ে নিতো অভিষেক কুমার রাম। আর সেখানেই এই তথ্য হাতাতে কাজে লাগানো হতো বিশাল বাউড়ি, রাহুল যাদবকে। পরবর্তী সময়ে উক্ত ব্যক্তিদের কমিশন হিসাবে কিছু টাকাও দিত। ধৃতদের বিরুদ্ধে ৪১৯, ৪২০, ৪০৬ ও ১২০ বি ধারায় মামলার রুজু করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + eleven =