নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল মন্ত্রী চন্দ্রনাথ সিনহারও

শুক্রবার সকালেই রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে সাত সকালে হাজির হয় ইডি। সূত্রে খবর, তিনটি গাড়ি করে চন্দ্রনাথের নিচুপট্টির বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা। এরপরই কেন্দ্রীয় বাহিনী চন্দ্রনাথের বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। এদিনের এই ইডি অভিযানের পরই নিয়োগ দুর্নীতিতে নতুন করে সামনে আসে রাজ্যের এই মন্ত্রীর নাম। এর আগে চন্দ্রনাথের নাম সেভাবে কোনও দুর্নীতিতে জড়ায়নি। তাই শুরুর দিকে বিষয়টা স্পষ্ট না হলেও পরে ইডি সূত্রে জানা যায়, নিয়োগ দুর্নীতি মামলায় এই তল্লাশি অভিযান। এর আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, আর এক প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর নাম জড়িয়েছিল নিয়োগ মামলায়।

স্থানীয় সূত্রে খবর, ইডি হানা দেওয়ার সময় নিজের বাড়িতে ছিলেন না চন্দ্রনাথ। তিনি রয়েছেন তাঁর গ্রামের বাড়ি মুরারইতে। সাড়ে ১০টার কিছু ক্ষণ পরে চন্দ্রনাথ মুরারইয়ের বাড়ি থেকে বোলপুরের উদ্দেশে রওনা দেন।বোলপুরের বাড়িতে তাঁর স্ত্রী এবং দুই ছেলে রয়েছেন বলে সূত্রের খবর।

এদিকে সূত্রের খবর, চন্দ্রনাথ সিনহার নাম তদন্তকারীরা শুনেছেন খোদ চাকরিপ্রার্থীদের মুখ থেকে। সেই সব চাকরিপ্রার্থী, যাঁদের টাকার বিনিময়ে চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল বলে অভিযোগ। শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে সময় কয়েক হাজার চাকরি প্রার্থীর নাম পায় ইডি। তাঁদের সূত্র ধরেই এই তল্লাশি বলে সূত্রের খবর।

এদিকে ইডি সূত্রে খবর, চাকরি প্রার্থীদের মধ্যে বেশ কিছু নাম পাওয়া যায় নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রসন্ন রায়ের বাড়িতে। কুন্তল ঘোষের বাড়ি থেকেও একাধিক নাম পাওয়া গিয়েছে। তদন্তকারীদের দাবি প্রসন্ন রায় মিডল ম্যানের কাজ করেছেন। তাঁদের হেফাজতে নিয়ে জেরা করার সময় গোয়েন্দারা জানতে পারেন চাকরিপ্রার্থীরা তাঁদের কাছে গিয়েছিলেন। এরপরই চাকরিপ্রার্থীদের কয়েকজনের বয়ান নেওয়া হয়। ইডি সূত্রে খবর, তাঁদের মধ্যে বেশ কয়েকজন জানিয়েছেন যে তাঁদের কুন্তল বা প্রসন্নর কাছে পাঠিয়েছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ইডি সূত্রে খবর, তাঁর কাছ থেকেই চাকরিপ্রার্থীদের তালিকা পৌঁছেছিল ‘মিডল ম্যান’দের কাছে। সেই সূত্র ধরেই শুক্রবার তল্লাশি বলে ইঙ্গিত ইডি-র।

এরই পাশাপাশি ইডির তরফ থেকে এও জানানো হয়েছে, চলতি মাসের ৮ তারিখ রাজ্যের প্রাক্তন মন্ত্রী, অধুনা জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত এক পার্শ্বশিক্ষকের বাড়ি, নাগেরবাজারের এক হিসাবরক্ষকের বাড়ি এবং রাজারহাট এলাকায় এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানোর পর তারই সূত্র ধরেই এদিন চন্দ্রনাথের বাড়িতেও হানা দেন ইডির আধিকারিকেরা।

উল্লেখ্য, শুক্রবার সকালে রাজ্যের একাধিক জায়গায় অভিযানে নামে ইডি। একাধিক দলে বিভক্ত হয়ে কলকাতার বিভিন্ন জায়গায় পৌঁছে যান ইডি আধিকারিকেরা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির সূত্রে জানা গিয়েছে, চেতলা, লেকটাউন-সহ মোট তিন জায়গায় তল্লাশি অভিযান চলে। চেতলায় পিয়ারীমোহন রায় রোডের একটি বাড়িতে গিয়েছেন তদন্তকারীরা। বাড়িটি বিশ্বরূপ বসু নামের এক ব্যবসায়ীর বলে জানা গিয়েছে। ইডি সূত্রে খবর, তিনি পরিবহণ সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =