ওড়িশায় একাই লড়বে বিজেপি

নবীন পট্টনায়কের বিজু জনতা দল বা বিজেডির সঙ্গে বিজেপির জোট হচ্ছে না তা জানিয়ে দিল বিজেপি। শুক্রবার রাজ্যের বিজেপি সভাপতি মনমোহন সামল এক্স হ্যান্ডেলে লেখেন, ‘৪.৫ কোটি ওড়িশাবাসীর আশা, অভিলাষা, আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিকশিত ভারত তথা বিকশিত ওড়িশার লক্ষ্যে এবার বিজেপি ওড়িশায় লোকসভার ২১ আসনে একাই লড়াই করবে। ১৪৭টি বিধানসভা আসনেও একাই লড়বে এবং জিতবে।’ পাশাপাশি তিনি এও দাবি করেন, ওড়িশার সর্বত্র মোদি সরকারের জনকল্যাণ প্রকল্পের সুবিধা পৌঁছচ্ছে না। আর এরই রেশ ধরে মনমোহন সামল এও জানান,‘ওড়িশার গরিব ভাই বোনেরা মোদি সরকারের বহু জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা এটা নিয়ে চিন্তিত।’

এদিকে ১৩ মে থেকে ওড়িশায় লোকসভা ভোট। একইসঙ্গে ২১ আসনের লোকসভা ভোটের পাশাপাশি ১৪৭ আসনের বিধানসভাতেও ভোট হবে। চার দফায় ভোট এখানে। মে মাসে ১৩ তারিখে প্রথম ভোট হবে। মে মাসের ২০ এবং ২৫ তারিখ এবং ১ জুন এই রাজ্যে ভোট হবে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপি জিতেছিল আটটি আসন। রাজ্যের শাসকদল বিজেডি পেয়েছিল ১২টি আসন। আর একটি আসনে জিতেছিল কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =