দেওয়াল দখল কেন্দ্র করে অশান্ত ভাঙড়

দেওয়াল দখলকে কেন্দ্র করে আবারও অশান্ত ভাঙড়। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে আইএসএফ-তৃণমূলের মধ্যে কার্যত খণ্ডযুদ্ধ বাধে। এই ঘটনায় একজনের মাথাও ফাটে। মারধরের ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন আহত হন। এরপর খবর পেয়ে ঘটনা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের পোলেরহাট থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, সোমবার জিরানগাছা বাগান আইট গ্রামে এই অশান্তির অভিযোগ ওঠে। দু’পক্ষের মারধরের ঘটনায় আহত হন অনেকে। আইএসএফের দেওয়াল দখল করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের অভিযোগ, বাড়ির মালিকের অনুমতি নিয়ে দেওয়াল লিখছিলেন তৃণমূল সমর্থকরা। সেই সময় আইএসএফের কর্মীরা এসে তৃণমূল কর্মীদের মারধর করে।

স্থানীয় এক আইএসএফ কর্মী জানান, ‘দেওয়ালে চুন দেওয়া ছিল, আইএসএফ লেখাও ছিল। সেটা মুছে দিয়ে লিখতে শুরু করে তৃণমূল।’ উল্টোদিকে তৃণমূল কর্মীদের বক্তব্য, ‘আমাদের ছেলেরা দেওয়াল লিখছিল। সেই সময় আইএসএফের কয়েকজন দুষ্কৃতী ও বুথের আইএসএফ সদস্য এসে হঠাৎ মারধর করতে থাকে।’ এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় পোলেরহাটে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + three =