ফের কলকাতায় অগ্নিকাণ্ড। এবারের ঘটনাস্থল ঢাকুরিয়া রেললাইন। বুধবার বেলা ১টা নাগাদ রেললাইনের ধারের এই ঝুপড়িগুলোতে আগুন লাগে। আগুন নেভানোর কাজ শুরু করেন স্থানীয় বাসিন্দারাই। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৬ টি ইঞ্জিন। এরপরই দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা। ঘটনাস্থলে দমকলের পাশাপাশি রয়েছে লেক থানার পুলিশ। বাড়িঘরগুলি থেকে বের করে আনা হয় গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য দাহ্য বস্তু। তবে এর জেরে ব্যাহত হয় শিয়াালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল। আপ এবং ডাউন দুই লাইনেই দাঁড়িয়ে যায় অনেক লোকাল।
স্থানীয় সূত্র খবর, দুপুর ১টার আশেপাশে একটি বিকট শব্দ পাওয়া যায়। তারপরেই নজরে আসে আগুন। একের পর এক ঝুপড়িতে আগুন ধরে যায়। স্থানীয়রাই প্রথমেই আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল দেরিতে পৌঁছেছে বলে অভিযোগ স্থানীয়দের একাংশের। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে পুড়ে গিয়েছে বস্তিবাসীদের অনেক মূল্যবান সামগ্রী। অনেক বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নথিপত্র ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানাচ্ছেন বস্তিবাসীরা।
এদিকে এই অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদা দক্ষিণ শাখায় ওই লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। লাইনেই দাঁড়িয়ে যায় ট্রেনগুলি। ফলে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হয় ট্রেনযাত্রীদের। বছরের প্রত্যেকটা দিন বিশেষত কাজের দিনগুলিতে এই শাখায় বহু মানুষের যাতায়াত লেগেই থাকে। সেক্ষেত্রে ভর দুপুরে এই ঘটনায় গন্তব্যে পৌঁছনোর পথে সমস্যায় পড়েন তাঁরা। আগুন নিয়ন্ত্রণে আসার পর থেকে ফের ওই শাখায় ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। গড়িয়েছে লোকালের চাকা। স্থানীয় কাউন্সিলর রয়েছেন এলাকায়।