প্রথম দফার ভোটের কেন্দ্রীয় বাহিনীর বিন্যাস জানাল কমিশন

১৯ এপ্রিল থেকে ভারত জুড়ে শুরু হচ্ছে সাত দফায় লোকসভা নির্বাচন। ১৯ এপ্রিল প্রথম দফায় বাংলার ভোটযাত্রা শুরু হচ্ছে উত্তরবঙ্গের হাত ধরেই। ১৯ এপ্রিল ভোট রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। এরইমধ্যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আরও তৎপর হতে দেখা গেল নির্বাচন কমিশনকে। সূত্রের খবর, আগামী ১ এপ্রিল রাজ্যের এসে পৌঁছাবে আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে প্রথম দফার জন্য ইতিমধ্যেই ২৫ কোম্পানি বাহিনী মোতায়েন করে ফেলেছে নির্বাচন কমিশন।

প্রথম দফার ভোটে উত্তরবঙ্গের কোন জেলায় কত বাহিনী থাকবে তাও ইতিমধ্যেই নির্দিষ্ট করা হয়ে গেছে নির্বাচন কমিশনের তরফ থেকে। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে,কোচবিহার থাকবে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ৬ কোম্পানি বাহিনী থাকবে আলিপুরদুয়ারে। জলপাইগুড়িতে মোতায়েন থাকবে ৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এ ছাড়াও শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে ২ কোম্পানি বাহিনী মোতায়েন করছে কমিশন। প্রসঙ্গত, এখনও পর্যন্ত রাজ্যে ১৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে কমিশন। আর লোকসভা ভোটের আবহে বাংলায় আসার কথা রয়েছে ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + fourteen =