বাংলা সিনেমার বহুল প্রতীক্ষিত জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪  হোস্ট করবেন সৌরভ, সৌরসেনী এবং পরমব্রত

ফিল্মফেয়ার, টাইটেল পার্টনার হিসেবে জয় পার্সোনাল কেয়ারের সাথে যৌথভাবে বহুল প্রত্যাশিত জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা২০২৪ ঘোষণা করল। এই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে জানুয়ারি ২০২৩ থেকে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্রগুলিতে অসামান্য প্রতিভাকে সম্মান জানাতে এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে তাঁদের উপর আলোকপাত করবে। আগামী ২৯ শে মার্চ, ২০২৪- আইটিসি রয়্যাল বেঙ্গলে অনুষ্ঠিত হতে চলেছে নজরকাড়া এই অনুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন বাংলা চলচ্চিত্র শিল্পের নক্ষত্র থেকে উঠতি প্রতিভারাও।  এই অনুষ্ঠানকে উপলক্ষ্য করে গত ২৬ মার্চ একটি ভার্চুয়াল প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। অভিনেতা কোয়েল মল্লিক, জিতেশ পিল্লাই, ফিল্মফেয়ার সম্পাদক সুনীল আগরওয়াল, এবং জয় পার্সোনাল কেয়ার থেকে পৌলমী রায় এই ভার্চুয়াল প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন। ২৯ মার্চের বিশেষ অনুষ্ঠান উপলক্ষ্যে চলচ্চিত্র জগতের এই নক্ষত্ররা তাঁদের  নিজস্ব দৃষ্টিভঙ্গীর কথাও তুলে ধরেন।

এখানে বলে রাখা শ্রেয়, জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪ প্রতিভা এবং গ্ল্যামারে সজ্জিত একটি সন্ধ্যা হবে বলে মনে করছেন উদ্যোক্তারা। যার নেতৃত্বে থাকবে হোস্ট সৌরভ দাস, সৌরসেনী মৈত্র এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো চলচ্চিত্র জগতের বিখ্যাত ব্যক্তিত্বরা। এই অনুষ্ঠানে নুসরৎ ফারিয়া, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, বনি ও কৌশানি, প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়, কোয়েল মল্লিক, রুদ্রনীল এবং অম্বরীশ সহ ইন্ডাস্ট্রির কিছু উজ্জ্বল তারকাদের মুগ্ধকর পারফরম্যান্সও দেখা যাবে।

এই প্রসঙ্গে রোহিত গোপাকুমার, ডিরেক্টর-ওয়ার্ল্ডওয়াইড মিডিয়া, এবং সিইও জেইএনএল বিসিসিএল টিভি ও ডিজিটাল নেটওয়ার্ক জানান, ‘দশকের পর দশক ধরে বাংলা সিনেমায় শিল্পীরা তাঁদের অসামান্য অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। ফিল্মফেয়ারে, আমরা এই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া অবিশ্বাস্য প্রতিভাকে স্বীকৃতি দিতে এবং উদযাপন করতে পেরে সম্মানিত। জয় এবং লালবাবা রাইসের মতো অংশীদারদের অমূল্য সমর্থনে, আমরা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার আরেকটি দর্শনীয় অধ্যায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এটি বাংলা সিনেমার স্থায়ী চেতনা এবং শ্রেষ্ঠত্বের প্রমাণ।’

ফিল্মফেয়ারের এডিটর মিস্টার জিতেশ পিল্লাই জানান, টআমরা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার আসন্ন সপ্তম সংস্করণ নিয়ে রোমাঞ্চিত৷  এটি প্রতিভা এবং সৃজনশীলতার একটি মিশেল যা বাংলা সিনেমাকে সংজ্ঞায়িত করে।  আমরা এই শিল্পকে সমৃদ্ধ করা এবং অসামান্য পারফরম্যান্সকে সম্মানিত করার জন্য সর্বদা তৈরি হয়ে রযেছি।’

জয় পার্সোনাল কেয়ারের চেয়ারম্যান সুনীল আগরওয়াল জানান, ‘জয় পার্সোনাল কেয়ার ফিল্মফেয়ারের সাথে টানা ৪র্থ বছর তার অংশীদারিত্ব চালিয়ে যেতে পেরে গর্বিত। বাংলা চলচ্চিত্রের সৃজনশীল মন এবং সমৃদ্ধ ঐতিহ্যকে সম্মান করে এমন একটি প্ল্যাটফর্মকে সমর্থন করা একটি সৌভাগ্যের বিষয়।’

এরই পাশাপাশি জয় পার্সোনাল কেয়ারের সিএমও পৌলোমি রায় জানান, ‘দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ ইভেন্টগুলির মধ্যে একটি ফিল্মফেয়ারের অংশ হওয়া আমাদের জন্য সত্যিই আনন্দদায়ক৷ ফিল্মফেয়ারের সাথে অংশীদারিত্ব আমাদের ব্র্যান্ডকে নতুন উচ্চতায় উন্নীত করার ক্ষমতা দেয়৷  এটি একটি অবিশ্বাস্য যাত্রা। এটার সাফল্যের জন্য আমার মুখিয়ে রয়েছি।’

এর পাশাপাশি কোয়েল মল্লিক জানান, ‘ফিল্মফেয়ারের একটা অংশ হওয়া আমার জন্য অবিশ্বাস্যভাবে বিশেষ মুহূর্ত। জিতেশ ধারাবাহিকভাবে কলকাতা এবং বাংলা সিনেমা জগতের প্রতি যে গভীর অনুভূতি এবং শ্রদ্ধা দেখিয়েছেন তার জন্য আমি সর্বদাই অকুণ্ঠ প্রশংসা করেছি।  ফিল্মফেয়ার মঞ্চে আমার প্রথম পারফরম্যান্স এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 5 =