লোকসভা নির্বাচনের আগে কলকাতার বিভিন্ন জায়গায় আয়কর দফতরের হানা

লোকসভা নির্বাচনের আগে কলকাতার বিভিন্ন জায়গায় আয়কর দফতরের হানা। আর এই তল্লাশিতেই উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা। আয়কর দফতর সূত্রে খবর, এক ছাতু প্রস্তুতকারী সংস্থার মালিকের অফিস থেকে উদ্ধার হয়েছে প্রায় পঁচাত্তর লক্ষ টাকা।

এরই পাশাপাশি আয়কর দফতর থেকে জানানো হয়েছে, ছাতু প্রস্তুতকারী এক নামি সংস্থার অফিস রয়েছে চেতলায়। সেখানে গত ৪৮ ঘণ্টা ধরে আয়কর দফতর তল্লাশি চালানো হয়। প্রায় ৫৬ লক্ষ টাকারও বেশি টাকা উদ্ধার হয়েছে। এদিকে আয়কর দফতরের তরফ থেকে এও জানানো হয়েছে, এত টাকা কোথা থেকে এল, টাকার উৎস কী তার কোনও উত্তর দিতে পারেনি সংস্থার মালিক। এমনকী কোনও নথিও জমা দিতে পারেনি। তাকে জেরা করে আরও এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে আয়কর বিভাগ।

এদিকে নির্বাচনের আগে এত পরিমাণ টাকা উদ্ধার হয়েছে বলে আয়কর দফতরের পক্ষ থেকে এসওপি মেনে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। এর পাশাপাশি আগামী সপ্তাহে সংস্থার মালিককে আয়কর দফতরের অফিসে ডেকে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া টাকা বাজেয়াপ্তও করা হয়েছে। একই সঙ্গে নির্মাণ সংস্থার অফিসেও তল্লাশি চালানো হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 17 =