বিশ্বজিতের ওপর আক্রমণের ঘটনার তদন্তে সিআরপিএফের উচ্চপদস্থ আধিকারিক

দোল পূর্ণিমার দিন কাঁকুরগাছির ভোট পরবর্তী হিংসায় নিহত অভিজিৎ সরকারের দাদার উপর আক্রমণের ঘটনা ঘটে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ জানিয়েছিলেন অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ। এবার এই ঘটনার তদন্তে এলেন সিআরপিএফের এক উচ্চপদস্থ কর্তা। যেহেতু হাইকোর্টের নির্দেশে দাদা বিশ্বজিৎ সিআরপিএফ নিরাপত্তা পান, তারপরও কী করে এই ঘটনা ঘটলো তার তদন্তে নামলেন সিআরপিএফের এই কর্তা। কোথায় ঘটনাটি ঘটেছে, কীভাবে ঘটেছে, সে ব্যাপারে বিশ্বজিৎ ও তাঁর নিরাপত্তায় মোতায়েন থাকা সিআরপিএফ জওয়ানদের সঙ্গে কথা বলেন অফিসার। একইসঙ্গে কলকাতা পুলিশের কর্মীদের সঙ্গেও কথা বলেন তিনি। শুধু তাই নয়, এলাকায় কোথায় কোথায় সিসিটিভি আছে সে ব্যাপারেও খোঁজ নেন সিআরপিএফ কর্তা। বিশ্বজিৎ সরকারের বক্তব্য, সেদিন তৃণমূলের আক্রমণের পর সিআরপিএফ জওয়ানরাই তাঁকে উদ্ধার করেন।

প্রসঙ্গত, এ বছর দোলের দিন কাঁকুরগাছি এলাকায় বিজেপি কর্মী বিশ্বজিৎ সরকারকে মারধরের অভিযোগ। অভিযোগ, বাড়ির সামনেই শাসকদলের দুষ্কৃতীরা তাঁকে বেধড়ক মারধর করা হয়। নারকেলডাঙা থানায় বিজেপির তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়। বিশ্বজিৎকে চিকিৎসার জন্য এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়। বিশ্বজিতের অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে ভয়ের পরিবেশ তৈরি করার জন্যই এইগুলো করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 3 =