প্রচারে বেরিয়ে অস্বস্তিকর প্রশ্নের মুখে তৃণমূল প্রার্থী সায়নী

শুক্রবার ছুটির দিন প্রচারে নেমে বেশ অস্বস্তিকর অবস্থার মধ্যেই পড়তে হল যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে। এদিন হুডখোলা জিপে প্রচারে যান সায়নী। রোদ থেকে বাঁচতে মাথা ঢাকা ছিল সাদা ওড়নায়। সোনারপুরে যেতেই এলাকাবাসীর বেশ কিছু অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। সঙ্গে তাঁরা এও জানান, ‘জল নেই, রাস্তা খারাপ ভোট দেব না।’

সূত্রে খবর, শুক্রবার ছুটির দিন থাকলেও আজ সোনারপুরে প্রচারে বেরিয়েছিলেন সায়নী ঘোষ। জিপের মধ্যে থেকেই হাত দেখাচ্ছিলেন। সেই সময় রাস্তার দু’ধারে দাঁড়িয়েছিলেন কয়েকজন মহিলা। সায়নীর গাড়ি এগোতেই তাঁরা জানান, ‘রাস্তা নেই। জল নেই। ভোট দেব না।’ প্রত্যুত্তরে সায়নী জানতে চান, ভোট না দিলে রাস্তা হয়ে যাবে কি না তাও। তবে তাতে এলাকাবাসীর ক্ষোভ দমানো কিন্তু যায়নি। তাঁদের বক্তব্য আরও স্পষ্ট, ‘কাউকেই ভোট দেব না। দরকার নেই ভোট দেওয়ার। দিলেও হবে না। না দিলেও হবে না।’ তবে সায়নীর বক্তব্য ছিল, ‘অর্থনৈতিক সাহায্য ছাড়া কোনও কিছুই সম্ভব নয়। আর কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করেছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই। তাই সংসদে গিয়ে আমাদের অধিকার ছিনিয়ে আনতে হবে।’

উল্লেখ্য, শুক্রবার রাজপুর-সোনারপুর পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর বিশ্বজিৎ দের উদ্যোগে যাদবপুরেরর তৃণমূল প্রার্থী  সায়নী ঘোষ প্রচারে নামেন। আর এই প্রচারকে ঘিরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সেখানে ৩৪ নম্বর ওয়ার্ডের  মহিলাদের নিয়েই ছিল এই বর্ণাঢ্য মিছিল চলছিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 13 =