অভিজিৎ-অর্জুনকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের

লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে অর্জুন সিং ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। বুধাবার এমন সিদ্ধান্তের কথাই জানানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে। এর পাশাপাশি কোচবিহার জেলার বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন এবং কোচবিহার জেলার এক্সিকিউটিভ সদস্য তাপস দাসকেও দেওয়া হচ্ছে কেন্দ্রীয় নিরাপত্তা। এক্ষেত্রে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ওয়াই প্লাস ক্যাটাগরি ও অর্জুন সিংকে ডেজ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

প্রসঙ্গত, গত মার্চ মাসেই বিচারপতির আসন ছেড়ে রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই অনুযায়ী প্রথমে কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দেন এবং পরে বিজেপিতে যোগদান করেন তিনি। এরপরই ২০২৪-এর লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্র থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করে বিজেপি। অন্যদিকে তৃণমূলে ভোটের টিকিট না পেয়ে ফের বিজেপি শিবিরে যোগ দিয়েছেন ভাটপাড়া তথা গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চলের দাপুটে নেতা অর্জুন সিংও। অর্জুনকেও ব্যারাকপুর আসন থেকেই টিকিট দিয়েছে বিজেপি। প্রসঙ্গত, ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের তরফ থেকে টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন। এরপর ব্যারাকপুর থেকেই তাঁকে টিকিট দেয় বিজেপি। নির্বাচনে লড়ে ব্যারাকপুর কেন্দ্র থেকে দিতে সংসদে পা রাখেন অর্জুন। এর মাঝে নানা কারণে বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয় তাঁর। ফলে ফের বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে দেখা যার তাঁকে। তারপর থেকে তৃণমূলেই ছিলেন। তবে ব্রিগেডে জনগর্জন সভায় প্রার্থী তালিকা ঘোষণার সময় দেখা যায় ব্যারাকপুর কেন্দ্র থেকে পার্থ ভৌমিককে প্রার্থী করেছে তৃণমূল। এরপরেই জোড়াফুল শিবির ত্যাগ করে ফের পদ্মশিবিরে পা রাখেন অর্জুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 16 =