বদল করা হল ভূপতিনগরের তদন্তকারী আধিকারিককে

ভূপতিনগরে তদন্তকারী আধিকারিক বদল। সিআই ভূপতিনগর শ্যামল চক্রবর্তীকে এবার এই তদন্তের দায়িত্ব দেওয়া হল। প্রসঙ্গত, গত শনিবার যখন এনআইএ- ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় দুই তৃণমূল নেতা বলাই মাইতি ও মনোব্রত জানাকে গ্রেফতার করতে আসে, তখন তাঁদের ওপর হামলার অভিযোগ ওঠে। গাড়ি ভাঙচুর হয়। এরপর স্বতঃপ্রণোদিত মামলা করে পুলিশ। প্রথমে এই মামলায় ভূপতিনগর থানার এক সাব ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক দায়িত্বে ছিলেন। কিন্তু তাঁকে বদল করে ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকের হাতে দায়িত্ব দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর,  তিনি দায়িত্ব নেওয়ার পর এনআইএ-এর শীর্ষ কর্তাদের কাছে চিঠি করা হয়েছে। এর পাশাাপাশি যে এনআইএ তদন্তকারী অফিসার আহত হয়েছিলেন বলে অভিযোগ ওঠে, তাঁর মেডিক্যাল রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। এর পাশাপাশি জেলা পুলিশ সূত্রে এও জানা যাচ্ছে, এনআইএ-এর বিরুদ্ধেও যে অভিযোগ উঠেছে, সেক্ষেত্রেও নোটিস পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রসঙ্গত, এনআইএ-এর বিরুদ্ধে ভূপতিনগর থানায় তৃণমূল নেতার স্ত্রী শ্লীলতহানির অভিযোগ দায়ের করেছেন।

প্রসঙ্গত, দেড় বছরের পুরনো একটি বিস্ফোরণের মামলায় এনআইএ অভিযান আর দুই তৃণমূল নেতার গ্রেফতারি নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি।  এই ইস্যুতে তুঙ্গে তরজায় জড়িয়েছে কেন্দ্র-রাজ্যও। কারণ, এই ঘটনার প্রভাব রাজ্যের সীমা ছাড়িয়ে প্রভাব পড়েছে দিল্লিতেও। দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে মামলা, নির্বাচন কমিশনে জমা পড়েছে অভিযোগ। এদিকে এনআইএ- কর্তাদের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় এনআইএ আধিকারিক সামান্য আঘাত পান বলেও অভিযোগ উঠেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =