ভোট পর্বের শেষ লগ্নে মেগা কর্মসূচির সাক্ষী থাকতে পরেন কলকাতাবাসী

ভোট পর্বের একেবারে শেষ লগ্নে বিজেপির এমনই মেগা কর্মসূচির সাক্ষী থাকতে পারে কলকাতাবাসী। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির প্রচার কর্মসূচিকে এক ভিন্ন মাত্রায় নিয়ে যেতে এমনই কর্মসূচি থাকার সম্ভাবনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। আপাতত বঙ্গ স্যাফ্রন ব্রিগেড সূত্রে খবর, বিজেপির এই তালিকায় নজরে আসছে শহর কলকাতায় একই দিনে মোদি ও শাহের কর্মসূচির সম্ভাবনা। কারণ, আগামী ১ জুন সপ্তম দফায় বাংলার ৯টি আসনে ভোটগ্রহণ রয়েছে। তার আগেই এই মেগা কর্মসূচি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানা যাচ্ছে। বিজেপি সূত্রে খবর, ভোট পর্বের শেষ লগ্নে একইদিনে কলকাতায় আসতে পারেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ। জানা যাচ্ছে, শ্যামবাজার থেকে সিঁথি মোড় পর্যন্ত রোড শো করতে পারেন প্রধানমন্ত্রী মোদি। উত্তর কলকাতা ও দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় ও শীলভদ্র দত্তের সমর্থনেই হবে এই রোড শো। ওদিকে আবার একই দিনে দক্ষিণ কলকাতার হাজরায় সভা করার সম্ভাবনা রয়েছে শাহেরও। মূলত দক্ষিণ কলকাতা ও যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী রায়চৌধুরী ও অনির্বাণ গঙ্গোপাধ্য়ায়ের সমর্থনে ওই সভা করার সম্ভাবনা রয়েছে শাহর, সূত্র মারফত তেমনই জানা যাচ্ছে।

উল্লেখ্য, ভোট পর্বের অন্তিম দফায় বাংলায় একাধিক হাইভোল্টেজ আসনে ভোট রয়েছে। তালিকায় রয়েছে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, দমদম, বারাসত, বসিরহাট, ডায়মন্ড হারবার, জয়নগর ও মথুরাপুর। পদ্ম শিবির সূত্রে খবর, বিজেপি চাইছে ভোট পর্বের অন্তিম লগ্নে গেরুয়া শিবিরের দুই তাবড় মহারথীর একই দিনে জোড়া কর্মসূচি রাখতে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =