রুক্মিনী দেবী অরুণডালে ভারতনাট্টমে এক অবিস্মরণীয় নাম। রুক্মিনীদেবীর জন্ম ১৯০৪ সালে।এবার ২০২৪-এ তাঁর ১২০ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে চলেছেন কলাসৃষ্টির নৃত্য প্রতিভারা।বুধবার রীন্দ্রসদনে কলাসৃষ্টির উদ্যোগে এক নৃত্যানুষ্ঠান অনুস্মরণ-২-এর আয়োজন করা হয়েছে। যেখানে অংশ নেবেন কলকাতার নৃত্য প্রতিভারাই। একইসঙ্গে বুধবারের এই অনুষ্ঠানে অংশ নিতে দেখা যাবে বিখ্যাত ভোকালিস্ট শ্রীকান্ত গোপালকৃষ্ণণকে। সঙ্গে মৃদঙ্গে থাকছেন কলকাতার বিখ্যাত মৃদঙ্গবাদক শঙ্কর নারায়ণস্বামী, ভায়োলিনে থাকবেন ত্রিবান্দ্রমের বিখ্যাত বেহালাবাদক আনন্দ আর. জয়রাম।এরসঙ্গে থাকবেন কলকাতার বিখ্যাত বংশীবাদক ঋক মুখোপাধ্যায়।
বুধবার সন্ধের এই অনুষ্ঠানে সবাইকেই উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে কলাসৃষ্টির তরফ থেকে। এই অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায়।