১০ দিন পর ডায়মন্ড হারবারের বিজেপি পঞ্চায়েত সদস্যর নিখোঁজ ছেলের সন্ধান মিলল পুরীতে। গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিল ডায়মন্ড হারবারে লোকসভা কেন্দ্রের সাতগাছিয়ায় বিজেপির পঞ্চায়েত সদস্য কৌশিক খাঁড়ার নাবালক ছেলে। এদিকে বিজেপির তরফে অভিযোগ, নাবালককে অপহরণ করে তৃণমূল। সঙ্গে এ হুমকিও দেওয়া হয়, তৃণমূলে যোগ না দিলে তাকে ছাড়া হবে না। এই প্রসঙ্গে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হয় বিজেপির তরফ থেকে। কিন্তু এবার সেই ছেলেরই খোঁজ মিলল পুরীতে।
শুঙ্কুদেব পণ্ডা সাংবাদিক বৈঠর করে দাবি করেন, বুধবার রাতে নিখোঁজ শিশুর পরিবারের কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। বলা হয়, এক নাবালককে খুঁজে পাওয়া গিয়েছে। সঙ্গে এও বলা হয়, উপযুক্ত পরিচয়পত্র দেখিয়ে তাকে নিয়ে যেতে। সেই ফোন পেয়েই বিজেপির-এক প্রতিনিধি শিশুর বাবা-মাকে নিয়ে গাড়িতে পুরীর উদ্দেশে রওনা দেন। শঙ্কুদেব পণ্ডা জানিয়েছেন, ছেলেকে খুঁজে পেয়েছেন তাঁরা। তবে এরই পাশাপাশি খোঁজ চলছে কীভাবে ওই নাবালক পৌঁছল পুরীতে সে ব্য়াপারেও।
প্রথম থেকেই শঙ্কুদেব ও পরিবার অভিযোগ করছিলেন, তৃণমূল অপহরণ করছে ওই শিশুকে। শঙ্কু এহেন দাবি করার ২৪ ঘণ্টার মধ্যেই খোঁজ মিলল শিশুর। এদিকে ওই নাবালকের বক্তব্য, ‘তিনটে কাকু ঘুরতে যাবি বলে নিয়ে চলে এসেছিল। ঝুপড়িতে রেখেছিল। পাউরুটি টোস্ট খাইয়েছে।’ আর এখানেই শঙ্কুর অভিযোগ, ‘বাচ্চাটি এখন ট্রমায় আছে। দায়িত্ব নিয়ে বলছি, পুরোটা তৃণমূল করেছে।’ বিষয়টি জাতীয় শিশু সুরক্ষা কমিশনে জানানো হবে বলে জানান শঙ্কু। পাশাপাশি শুক্রবারই এই মামলার শুনানি রয়েছে হাইকোর্টে। তবে এর পাশাপাশি শিশুটি কীভাবে পুরীতে পৌঁছল? আদৌ এর পিছনে কী রহস্য, সে বিষয়ে খতিয়ে দেখতে কেন্দ্রীয় এজেন্সির তদন্তের দাবি তুলেছেন শঙ্কু।