মানিকতলায় বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রচার ঘিরে অশান্তি

মানিকতলায় কলকাতা উত্তরের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রচার ঘিরে অশান্তি। এদিন তাপস রায় রবিবার মানিকতলা ব্রিজের কাছে ১৪ নম্বর ওয়ার্ডে প্রচারে বের হন। হুডখোলা জিপে প্রচার শুরু করেন তিনি। সে সময় মানিকতলা গণতন্ত্র বাঁচাও কমিটি বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। দাবি, মানিকতলায় উপনির্বাচন হোক। একইসঙ্গে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা।

বিজেপির প্রার্থীর গাড়ির সামনে রীতিমতো শুয়ে পড়েন কেউ কেউ। সংগঠনের সদস্যদের সঙ্গে বিজেপি কর্মীদের কার্যত হাতাহাতির উপক্রম হয়। তাঁদের দাবি, সাধন পাণ্ডের মৃত্যুর পর এতদিন ধরে এই মানিকতলা বিধানসভায় নির্বাচন করা যায়নি, তার কারণ বিজেপির বাধা। এরপরই তাপস রায়ের উদ্দেশ্যে শুরু হয় ‘গো ব্যাক’ স্লোগান। খবর পেয়ে মানিকতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বিজেপির দাবি, এই সংগঠন তৃণমূল প্রভাবিত। এদিনের এই বিক্ষোভ প্রসঙ্গে বিজেপি প্রার্থী তাপস রায় বলেন, ‘পুলিশের সামনে হামলা হল। আমি একজন প্রার্থী। সেখানে আমার কর্মীরাও সুরক্ষিত নয়? আমি নির্দিষ্ট জায়গায় জানাব। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − two =