২৬৩ কোম্পানি বাহিনী থাকছে প্রথম দফার নির্বাচনে

২০২৪-এর লোকসভা নির্বাচনে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল প্রতিটা বুথেই দেওয়া হবে কেন্দ্রীয় বাহিনী। আর এজন্য দরকার ছিল ৩৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর। তবে এবার কমিশনের তরফ থেকে জানানো হল, প্রথম দফা নির্বাচনে ২৬৩ কোম্পানি বাহিনী মোতায়েন হবে। এঁরা প্রতি বুথে থাকবেন ভোটের কাজের জন্য। ১৫ এপ্রিলের মধ্যে  পৌঁছেও যাবে সব বাহিনী। ২০ এপ্রিল পর্যন্ত রাজ্যে থাকবেন তারা। পরে আরও ২২ কোম্পানি আসবে। যদিও তা প্রথম দফার ভোটের পর। কমিশনের যুক্তি, যেহেতু একসঙ্গে বহু বুথে ভোট। ফলে সব মিলিয়ে হিসাব করেই বাহিনী রাখা হচ্ছে। এছাড়া কমিশন সূত্রে খবর, ওয়েব কাস্টিং না হলেও মাইক্রো অবসার্ভার থাকবে প্রতি বুথে। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফায় ভোট হবে ১৯ এপ্রিল। বাংলার জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার কেন্দ্রে ভোট। ২৬৩ কোম্পানির মধ্যে কোচবিহারে ১১২ কোম্পানি, জলপাইগুড়িতে ৮৮ কোম্পানি ও আলিপুরদুয়ারে ৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − one =