মেট্রো বিভ্রাট শোভাবাজারে

আবার মেট্রোয় বিভ্রাট। ফলে চরম দুর্ভোগে যাত্রীরা। কবি সুভাষ মুখী মেট্রোয় যান্ত্রিক গোলযোগের জেরে শোভাবাজার মেট্রো স্টেশনে দাঁড়িয়ে মেট্রো। এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ দমদম থেকে কবি সুভাষগামী মেট্রো যথারীতি আসছিল। তবে শোভাবাজার মেট্রো স্টেশনে ঢুকতেই হয় বিপত্তি। দেখা দেয় গোলোযোগ। সঙ্গে-সঙ্গে মেট্রো কর্তৃপক্ষর পক্ষ থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয় ট্রেন থেকে। তবে সেন্ট্রাল থেকে কবি সুভাষগামী মেট্রো চলাচল করছে। অন্যদিকে, দমদম থেকে দক্ষিণেশ্বরের মেট্রো চলাচলও স্বাভাবিক থাকে। এরপর বেলা ১২.১৮ মিনিটের পর থেকে পরিষেবা আবার স্বাভাবিক হয়েছে বলে জানা গিয়েছে।

মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, কবি সুভাষগামী একটি মেট্রো যান্ত্রিক ত্রুটির কারণে শোভাবাজার স্টেশনে দাঁড়িয়ে পড়ে। কোচ নম্বর ৩২০১ কিছু যান্ত্রিক ত্রুটি দেখা যায়। সেই কারণে মেট্রো দাঁড়িয়ে যায়। প্রায় আধ ঘণ্টার জন্য মেট্রো পরিষেবা ব্যাহত হয়। মেট্রো সূত্রে জানা গিয়েছে, প্রায় ৪৭ মিনিট পর দমদম, দক্ষিণেশ্বরে দিক থেকে মেট্রো ছাড়ে। শোভাবাজার মেট্রো স্টেশনের কাছে সংশ্লিষ্ট মেট্রোটি দাঁড়িয়ে যাওয়ার পর ছুটে আসেন মেট্রো রেলের কর্মীরা। যান্ত্রিক গোলযোগ কোথায় রয়েছে যাচাই করা হয়। পরিষেবা স্বাভাবিক করার জন্য কাজ শুরু হয়। তবে, সময় লাগার কারণে দমদম এবং কবি সুভাষের দিক থেকে আংশিক রুটে মেট্রো চালু করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + two =