প্রবল গরমে বিক্ষোভ দেখাতে গিয়ে অসুস্থ চাকরি প্রার্থীরা

১১২৯ দিন ধরে আন্দোলন চলছে চাকরিপ্রার্থীদের। এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে শুধুই মিলছে শুধুই প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি। নিয়োগ বিশ বাঁও জলে। নিয়োগ হবে কবে তা নিয়ে প্রশ্ন করতে করতে কার্যত হাল ছাড়ার উপক্রম হয়েছে চাকরি প্রার্থীদের। আক্ষরিক অর্থে ক্লান্ত তাঁরা। তবে নিজেদের হকের চাকরি নিয়ে এখনই পিছু হটতে চান না তাঁরা। ফলে রাস্তায় থেকে লড়াই চলছেই।  তারই  রেশ ধরে মঙ্গলবার প্রবল গরমের মধ্য়েই রাস্তায় নেমেছিলেন এসএলএসটি নবম-দশমের চাকরি প্রার্থীরা। লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগে ভোটপ্রার্থীদের কাছে প্রশ্ন তুলে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে গান্ধিমূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করেন তাঁরা। এদিকে এদিন বিক্ষোভ প্রদর্শনের সময় মাথার ওপর ছিল চড়া রোদ আর প্রবল গরম। সেই গরমেই অসুস্থ হয়ে পড়েন একের পর এক চাকরি প্রার্থী।

এদিনের এই অসুস্থ হয়ে পড়া চাকরিপ্রার্থীদের মধ্যে ছিলেন রাসমণি পাত্রও। এর আগে চাকরির দাবিতে ধর্মতলায় নিজের মাথা ন্যাড়া করেছিলেন তিনি। এরপর অসুস্থ হয়ে পড়েন বিল্ব ঘোষ ও তনয়া বিশ্বাস, শর্মিষ্ঠা দাস বারিক নামে আরও তিন চাকরিপ্রার্থী। এসএসকেএম নিয়ে যাওয়া হয় তাঁদের। এদিন দুপুরে আলিপুরের তাপমাত্রা ছিল প্রায় ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রিও পার করে গিয়েছিল এদিন। সেই কারণেই অসুস্থ হয়ে পড়েন ওই চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থীদের দাবি, আইনি জটিলতায় নিয়োগ আটকে আছে, এ কথা সত্যি নয়। সরকার এ কথা বলে যে যুক্তি দিচ্ছে, সেটা ঠিক নয় বলেই দাবি তাঁদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − one =