রিয়েলমি বাজারে নিয়ে এল P সিরিজের 5G স্মার্টফোন রিয়েলমি P1 প্রো 5G এবং রিয়েলমি P1 5G

কলকাতাঃ রিয়েলমি, ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য স্মার্টফোন পরিষেবা প্রদানকারী সংস্থা। এই সংস্থার তরফ থেকে লেটেস্ট রিয়েলমি P সিরিজের 5G স্মার্টফোন-রিয়েলমি P1 প্রো 5G এবং রিয়েলমি P1 5G লঞ্চ করল। দুটি অত্যাধুনিক ডিভাইসই তাদের দুর্দান্ত পারফর্মেন্স, অসাধারণ ইউজার এক্সপিরিয়েন্স এবং মিড-রেঞ্জের স্মার্টফোন সেগমেন্টে সাড়া ফেলতে প্রস্তুত বলে দাবি করা হচ্ছে সংস্থার তরফ থেকে। সঙ্গে এও জানানো হয়েছে, ভারতীয় গ্রাহকদের জন্য এটি এক্সক্লুসিভলি উলব্ধ হবে ফ্লিপকার্টে। সাথে নতুন P সিরিজের পাশাপাশি রিয়েলমি তার রিয়েলমি প্যাড 2, ওয়াইফাই ভেরিয়েন্ট এবং রিয়েলমি T110 বাডসও নিয়ে আসতে চলেছে বাজারে।
রিয়েলমির তরফ থেকে দাবি করা হচ্ছে, ‘বেস্ট প্লেয়ার অফ পারফর্মেন্স এন্ড ডিসপ্লে’ হিসাবে নামাঙ্কিত, এই নতুন রিয়েলমি P সিরিজ 5G -র পাওয়ারকে রিপ্রেজেন্ট করে। সঙ্গে সংস্থার তরফ থেকে এও জানানো হয়েছে যে, এই স্মার্টফোনগুলোর বোল্ড ডিজাইন এবং নতুনত্ব রিয়েলমির ডিএনএ-কে প্রতিফলিত করে, যা ব্যবহারকারীদের নিঃসন্দেহে নজর কাড়বে। রিয়েলমি P1 5G-তে রয়েছে শক্তিশালী মিডিয়াটেক ডিমেন্সিটি 7050 5G চিপসেট, একটি 120Hz অ্যামোলেড ডিসপ্লে, 45W সুপারVOOC চার্জিং এবং একটি বিশাল 5000mAh ব্যাটারি। অপরদিকে রিয়েলমি P1 প্রো 5G-তে OIS সহ একটি 50 MP সোনি LYT-600 ক্যামেরা, একটি 120Hz কার্ভড ভিশন ডিসপ্লে, 45W সুপারVOOC চার্জ সহ একটি বিশাল 5000mAh ব্যাটারি এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 5G চিপসেট রয়েছে৷
এই প্রসঙ্গে রিয়েলমির একজন মুখপাত্র জানান, ‘আমরা রিয়েলমি P সিরিজ 5G লঞ্চ করতে পেরে রোমাঞ্চিত। এটি এমন একটি স্মার্টফোন যা স্মার্টফোন ইন্ডাস্ট্রির পারফর্মেন্স স্ট্যান্ডার্ডকে পুনরায় সংজ্ঞায়িত করবে। রিয়েলমি P সিরিজ 5G-র সাথে, আমরা অত্যাধুনিক প্রযুক্তি এবং উন্নত ফিচারের মাধ্যমে মিড-রেঞ্জ সেগমেন্টকে পুনরায় সংজ্ঞায়িত করবো। এছাড়াও, আমরা নতুন P সিরিজের পাশাপাশি রিয়েলমি প্যাড 2, ওয়াইফাই ভেরিয়েন্ট এবং রিয়েলমি T110 বাড্স লঞ্চ করতে পেরেও বেশ খুশি। আমরা বিশ্বাস করি যে এই স্মার্টফোন এবং AIOT প্রোডাক্টগুলো একটি ব্র্যান্ড হিসাবে আমাদের অবস্থানকে আরও দৃঢ় করবে। আমরা এই বছর নতুন P সিরিজ লঞ্চের মাধ্যমে ফ্লিপকার্টে 50M সেল্স মাইলস্টোন অর্জন করার লক্ষ্য রাখি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − three =