ভোট শুরুর আগেই ঘটে গেল মৃত্যু। প্রথম দফার নির্বাচন শুরুর আগেই মৃত্যু হল কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের। ঘটনাস্থল কোচবিহারের মাথাভাঙা। মৃত জওয়ানের নাম নীলেশ কুমার নীলু। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
জানা গিয়েছ, কোচবিহারে ভোটের ডিউটিতে যোগ দেওয়ার জন্য বিহার থেকে এসেছিলেন বছর ৪২-এর নীলেশ কুমার নীলু। বৃহস্পতিবার রাতে বাইশগুড়ি হাইস্কুলে ডিউটিও করছিলেন।পুলিশ সূত্রে খবর, বাহিনীর তরফে জানান হয়েছে, বিহারের বাসিন্দা ওই জওয়ান ভোটকেন্দ্রে ডিউটি করার সময়েই অসুস্থ হয়ে পড়েন। তাঁর নাক-মুখ থেকে রক্তপাতও শুরু করে। সঙ্গে সঙ্গে তাঁকে মাথাভাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ওই জওয়ানকে পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। পুলিশ সূত্রে খবর, মৃত জওয়ানের দেহের ময়নাতদন্ত করা হবে।