জয় পার্সোনাল কেয়ার রুপোলি পর্দার তারকা মিমি চক্রবর্তীর সঙ্গে মিলে প্রকাশ করল কলকাতার অন্যতম প্রথম ফোর-ডি অ্যানামর্ফিক ডিসপ্লে ‘জয় কেকেআর ফোর-ডি ফ্যান-টাসি’। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুপোলি পর্দার তারকা মিমি চক্রবর্তী। প্রসঙ্গত, মিমি পশ্চিমবঙ্গে জয় পার্সোনাল কেয়ারের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও বটে। এই অতিকায় ইনস্টলেশনের লক্ষ্য কেকেআরের ক্রিকেটীয় মেজাজটাকে উপভোগ করা। এটি জয় পার্সোনাল কেয়ারের কেকেআর-এর সঙ্গে টানা তিন বছর যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গতিপূর্ণ। এই অতিকায় অ্যানামর্ফিক ডিসপ্লেকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ফ্যানরা কলকাতার ইডেন গার্ডেনসে ম্যাচ দেখার প্রতিটি মুহূর্ত অনুভব করেন। সঙ্গে আঁচ পেতে পারেন ওই ম্যাচের প্রতিটি মুহূর্তের উত্তজনাও। এমন এক উদ্ভাবনীমূলক দৃষ্টিভঙ্গির মাধ্যমে কেকেআর ফ্যানদের সামনে এক ব্যতিক্রমী স্টেডিয়াম সুলভ অভিজ্ঞতা জোগাতে চায় জয় পার্সোনাল কেয়ার।
জয় পার্সোনাল কেয়ারের তরফ থেকে জানানো হয়েছে, এই ডিসপ্লে সাউথ সিটি মলে রাখা থাকবে ১৯শে এপ্রিল থেকে ৫ই মে, ২০২৪ পর্যন্ত। যা এই কটি দিনে অনুরণন তুলবে সারা শহরের ক্রিকেট ফ্যানদের মধ্যে। শুধু সাউথ সিটি মল-ই নয়, এমন ব্যবস্থা থাকছে অ্যাক্রোপোলিস, সিটি সেন্টার নিউটাউন এবং ভেগা সার্কল শিলিগুড়ির মতোও জায়গায়, বিশেষত যে সব মলে লোক সমাগম হয়। এই অ্যানামর্ফিক ডিসপ্লে ছাড়াও জয় পার্সোনাল কেয়ার ১৯ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত বিভিন্ন আদানপ্রদানমূলক প্রতিযোগিতার আয়োজন করেছে। মূলত এর লক্ষ্য ক্রিকেট ফ্যানেদের সঙ্গে সংযোগ তৈরি করা আর এরই মধ্যে দিয়ে ক্রিকেটীয় আবগে পৌঁছে দেওয়া হবে কেকেআর-এর কাছেও।
ফোর-ডি অ্যানামর্ফিক ডিসপ্লের সাফল্য সম্পর্কে চিফ মার্কেটিং অফিসার অ্যাট জয় পার্সোনাল কেয়ার (আরএসএইচ গ্লোবাল) পৌলমী রায় জানান, ‘জয় কেকেআর ফোর-ডি ফ্যান-টাসি এক আকর্ষণীয় অভিজ্ঞতামূলক মার্কেটিং প্রোজেক্টে আমাদের প্রবেশ ঘটাল। এতে কলকাতার যেসব মলে অনেক মানুষ যান সেখানে ক্রিকেট ফ্যানদের এক নতুন অভিজ্ঞতা হবে। সঙ্গে থাকবে এক অনন্য আকর্ষণও। আমাদের নিজেদের শহরে কেকেআরের মেজাজ উদযাপন করার জন্যে সযত্নে ডিজাইন করা এই বিরাট অ্যানামর্ফিক ডিসপ্লের জন্য আমরা গর্বিতও। আর এই উদ্ভাবনীমূলক দৃষ্টিভঙ্গির মাধ্যমে আমাদের লক্ষ্য আমাদের ক্রেতাদের সঙ্গে আরও গভীর সম্পর্কে গড়ে তোলা।’
এদিকে এদিনের অনুষ্ঠানে এসে অভিনেত্রী মিমি চক্রবর্তী জানান, ‘আমি আজকে জয় পার্সোনাল কেয়ারের উদ্ভাবনীমূলক অ্যানামর্ফিক ডিসপ্লে ‘জয় কেকেআর ফোর-ডি ফ্যান-টাসি’ প্রকাশের অংশ হতে পেরে খুবই খুশি। কেকেআর-এর একজন বিরাট ফ্যান হিসাবে এবং পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে দলের মেজাজটা উদযাপন করতে এই লার্জার-দ্যান-লাইফ ইনস্টলেশনটা দেখাও দারুণ এক আনন্দের অভিজ্ঞতা।’