মোটে স্বস্তির খবর শোনাল না আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণের কয়েকটি জেলায় দু’এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপপ্রবাহের হাত থেকে এখনই নিস্তার পাচ্ছেন না বঙ্গবাসী। উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা শুষ্ক পশ্চিমা বায়ুর প্রভাবে আগামী বেশ কয়েক দিন দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকে আরও চড়বে পারদ। এর পাশাপাশি এও জানানো হয়েছে যে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার সঙ্গে কলকাতাতেও তাপপ্রবাহের পরিস্থিতি ফিরছে।
এদিকে সোমবার সকাল থেকেই আংশিক মেঘলা ছিল আকাশ। এমন আবহাওয়া থাকার কথা মঙ্গলবারও। তাতে কিছুটা স্বস্তি মিলতে পারে কলকাতাবাসীর। তবে এটা দীর্ঘস্থায়ী হবে না। কলকাতা ও হাওড়া এই দু’দিন গরম থেকে কিছুটা স্বস্তি পেলেও তাপপ্রবাহ জারি থাকবে উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম বর্ধমান জেলাতেও জারি হয়েছে রেড অ্যালার্ট। এরই পাশাপাশি বুধবার চরম তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম জেলায়। কলকাতা-সহ বাকি জেলায়। অন্যদিকে বৃহস্পতিবার ও শুক্রবার চরম তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, বাঁকুড়া, বীরভূমের জন্য।