কলকাতায ফের অগ্নিকাণ্ডের ঘটনা৷ সোমবার ভোর ৫টা বেজে ৫ মিনিট নাগাদ নাখোদা মসজিদের সামনে একটি আবাসনের লাগোয়া গোডাউনে আগুন লাগে। দাহ্য পদর্থ মজুত থাকায় বিধ্বংসী আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়েই প্রথমে ঘটনাস্থলে আসে দমকলের ৭টি ইঞ্জিন। পরে আরও ৩টি ইঞ্জিন আনা হয়। তবে আগুন যাতে বেশি ছড়িয়ে পড়তে না পারে এবং ভয়াবহ আকার না নেয়, তার জন্য প্রথমেই আগুনকে অ্যারেস্ট করার কাজ চালান দমকলকর্মীরা। এরপর ঘণ্টা দেড়েকের মাথায় আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতি সম্পর্কে আন্দাজ করা যায়নি। এদিকে অগ্নিকাণ্ডে এখনও অবধি হতাহতের কোনও খবর মেলেনি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসুও।দমকল বিভাগের ডেপুটি ডিরেক্টর রতন কর হালদার জানান, পুলিশের সঙ্গে কথা হয়েছে। কী থেকে এই আগুন লাগল ফরেন্সিক করার পরেই পুরোপুরি ভাবে জানা যাবে। এদিকে পাশের একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে যে গোডাউনে আগুন লেগেছে জানা যাচ্ছে সেখানে অগ্নিনির্বাপক কোনও ব্যবস্থাই ছিল না বলে সূত্রে খবর। এদিকে সোমবার সকালেই ঘটনাস্থলে পৌঁছান বিজেপি প্রার্থী তাপস রায়ও। বিজেপি প্রার্থী পৌঁছতেই ছড়ায় উত্তেজনা। বচসা বাধে বিজেপি-তৃণমূল কংগ্রেসের মধ্যে। বচসা গড়ায় হাতাহাতিতে। তৃণমূল কর্মীরা দাবি করেন, বিজেপি এখানে নোংরা রাজনীতি করতে এসেছে। উল্টোদিকে তাপস রায়ের অভিযোগ, তৃণমূল কাউন্সিলর এক বিজেপি কর্মীর গায়ে হাত তুলেছেন। কাউন্সিলরের গ্রেফতারির দাবিও জানান তিনি। এদিকে ঘটনাস্থলে যান মেয়র ফিরহাদ ববি হাকিমও।