মেট্রোর সময় বাড়ানো নিয়ে মামলা দায়ের হাইকোর্টে

কলকাতার লাইলাইন মেট্রো। মেট্রোর উপর ভরসা করেন কলকাতা ছাড়াও বিভিন্ন জেলার মানুষজন। তবে সমস্যা হল  কলকাতার শেষ মেট্রোর সময়সীমা অনেক কম। এরই প্রেক্ষিতে এবার শেষ মেট্রোর ছাড়ার সময়সীমা বাড়ান নিয়ে আবেদন করা হল কলকাতা হাইকোর্টে। দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া লাইনে শেষ মেট্রো রাত ৯ টা ৪০ এর বদলে অন্তত সাড়ে ১০ টায় ছাড়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। এই আবেদন সম্পর্কে বিবেচনা করতে মেট্রো কর্তৃপক্ষকে নির্দেশ  কলকাতা হাইকোর্টেরপ্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি এও জানানো হয়েছে, হাইকোর্ট বিষয়টিতে হস্তক্ষেপ করবে না। কিন্তু জনস্বার্থ কথা মাথায় রেখে মেট্রোকে বিষয়টি বিবেচনার নির্দেশ হাইকোর্টের। আর এ ব্যাপারে চার সপ্তাহের মধ্যে বিবেচনা আদালতে জানাতে হবে মেট্রো কর্তৃপক্ষকে, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। প্রসঙ্গত, মামলায় আবেদনকারী যুক্তি, অন্যান্য শহর যেখানে মেট্রো শেষ মেট্রো চলছে, রাত ১১টায় গন্তব্য স্টেশন ছেড়েছে। কিন্তু কলকাতায় এখন রাত ৯.৪৫ এই সময় বাড়ানো উচিত।

প্রসঙ্গত, দেশের অন্য কোনও শহরে সকালে ৫টায় মেট্রো সার্ভিস শুরু হয় আর রাত ১১টা পর্যন্ত শেষ মেট্রো। সেই নিরিখে কলকাতায় সকালে মেট্রো পরিষেবা শুরু হয় ৬টা ৫০-এ আর রাতে ৯.৪৫ মিনিটে শেষ হ. পরিষেবা। ফলে যারা ভোরে যায় এবং রাত করে কাজ করে তাঁদের ক্ষেত্রে মেট্রো সার্ভিস পেতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ। অনেকেরই ভরসা মেট্রো সেই কথা মাথায় রেখে আদালতে সময়সীমা বাড়ানোর এই আবেদন করা হয়। আদালত মেট্রো কর্তৃপক্ষকে নির্দেশ, যে আবেদনকারীর প্রার্থনা বিবেচনা করে অন্তত ৪৫ মিনিটের জন্য শেষ মেট্রো ছাড়ার সময় বাড়ানোর জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + sixteen =