বিমানের ভিতরে অসুস্থ হয়ে পড়ে এক কেবিন ক্রু। সংজ্ঞা হারিয়ে ঢলে পড়েন তিনি। ঘটনার আকস্মিকতায় হতচকিত হয়ে পড়েন তাঁর সহকর্মীরাও। দমদম বিমানবন্দর সূত্রে খবর, শনিবার ইন্ডিগো এয়ারলাইনের বিমানে কর্তব্যরত ছিলেন ওই ক্রু। হঠাৎই বিমানের মধ্যেই কেবিন ক্রু অচৈতন্য হয়ে পড়েন। দ্রুত অপর এক কেবিন ক্রু সমগ্র বিষয়টি পাইলটকে জানান। এরপরই বিমানটি বে নম্বর ৫০-এ পার্ক করানো হয়। দ্রুত খবর দেওয়া হয় বিমানবন্দরে থাকা মেডিক্যাল টিমকেও। তাঁরা এসে প্রাথমিক চিকিৎসা করেন। এরপর বেলা ২টো ৪৫ মিনিট নাগাদ ইন্ডিগো এয়ারলাইন্সের আধিকারিকরা অ্যাম্বুলেন্সে করে ভিআইপি রোডের ধারে এক বেসরকারি হাসপাতালে ওই ক্রুকে ভর্তি করান।
অন্যদিকে এদিন ইন্ডিগো এয়ারলাইনের এক যাত্রীও অসুস্থ হয়ে পড়েন। ই-৬৬১৬ বিমানের যাত্রী ছিলেন তিনি। সূত্রে খবর, প্রিসিংকোপিতে আক্রান্ত ৮০ বছরের ওই যাত্রী। আইজলে যাচ্ছিলেন। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে ভিআইপি রোডের ধারে একটি হাসপাতালে ভর্তি করানো হয়।