সরাসরি মুখ্যমন্ত্রী’ ও ‘দিদিকে বলো’ – দুই কর্মসূচির ক্ষেত্রে কেন একই নম্বর ব্যবহার করা হচ্ছে, এই প্রশ্ন তুলে একাধিকবার রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে দেখা গেল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে। সিনহা। দুই কর্মসূচিতে একই নম্বর ব্যবহার করার ক্ষেত্রে প্রশাসন ও দলকে এক করে ফেলা হচ্ছে বলেই অভিযোগ গেরুয়া শিবিরের। একই সঙ্গে নির্বাচনী বিধি কার্যকর হওয়ার পরও কেন এমন একটি কর্মসূচি চলছে, সেই প্রশ্নও তোলা হয় বিরোধী শিবির থেকে। এদিকে এই প্রসঙ্গে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা‘প্রশাসনিক ব্যাপার’ বলে জানান। তবে এদিনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, তাঁকে কমিশনার বলেছেন, ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়েছে সেই মোবাইল নম্বর।
উল্লেখ্য, নির্বাচন ঘোষণা হওয়ার কিছুদিন আগেই ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নামে ওই কর্মসূচির জন্য একটি মোবাইল নম্বর চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। অভিযোগ, এর আগে ‘দিদিকে বলো’ নামে যে দলীয় কর্মসূচি চালু হয়েছিল, সেখানেও দেওয়া হয়েছিল একই মোবাইল নম্বর। তবে ভোট গ্রহণের দফা নিয়ে এদিন মুখে কুলুপ আঁটেন নির্বাচন কমিশনার। এখনও পর্যন্ত যা সূচি তাতে একদফাতেই ভোট হবে বলে ঘোষণা করা হয়েছে। বিরোধীরা দফা বাড়ানোর দাবি জানিয়ে আদালতের দ্বারস্থও হয়েছিলেন। তবে কমিশনের তরফ থেকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি।