রবিবার বেলা ১২টায় সদলবলে বিজেপি হেডকোয়ার্টারে যাওয়ার বার্তা কেজরিওয়ালের

দিল্লির মুখ্যমন্ত্রী এবার এক ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন  কেন্দ্রীয় সরকারকে। জানালেন, রবিবার বেলা ১২টা নাগাদ বিজেপি হেডকোয়ার্টারে পৌঁছবেন তিনি। সঙ্গে এও জানান, দলের সমস্ত নেতাকেও নিয়ে যাবেন। সঙ্গে হুঁশিয়ারি, ‘জেলে ভরার হলে ভরুন।’

স্বাতী মালিওয়াল মামলা নিয়ে উত্তাল দিল্লির রাজনীতি। আপ সাংসদকে হেনস্থার অভিযোগে ইতিমধ্যেই দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আপ্তসহায়ক বৈভব কুমার। শনিবার সকালের এই ঘটনার পর বিকেলে মুখ খুলতে দেখা যায় আপ সুপ্রিমোকে। বলেন, ‘প্রধানমন্ত্রী মোদীজি আপনি জেলের খেলা শুরু করেছেন। মণীশ সিসোদিয়া, সঞ্জয় সিং, অরবিন্দ কেজরিওয়াল, এক এক করে সকলকে জেলে ভরেছেন। আমি আমার দলের সমস্ত সাংসদ এবং বিধায়কদের নিয়ে বিজেপি হেডকোয়ার্টারে যাচ্ছি রবিবার ঠিক বেলা ১২টায়। যাকে যাকে আপনার জেলে ভরার ইচ্ছে, ভরে দিন। একসঙ্গে সকলকে জেলবন্দি করুন।’ একইসঙ্গে এও বলেন, ‘সঞ্জয় সিংকে জেলবন্দি করল ওরা। এবার আমার আপ্তসহায়ক বৈভব কুমারকে জেলবন্দি করা হল। এবার বলছেন রাঘব চড্ডা লন্ডন থেকে ফিরেছেন। তাঁকেও হয়ত এবার জেলে ভরবেন। সৌরভ ভরদ্বাজ এবং অতিশিকেও জেলে ঢোকানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।’

এই প্রসঙ্গেই এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিয়ো বার্তায় দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে বলতে শোনা যায়, ‘আমি ভাবছি আমাদের দোষ কী? দিল্লির গরিব মানুষকে সঠিক শিক্ষা ব্যবস্থা দেওয়া? বিজেপি যেটা পারেনি। আমাদের দোষ আমরা মহল্লা ক্লিনিক তৈরি করেছি? সাধারণ মানুষকে সুলভে চিকিৎসা এবং ওষুধের ব্যবস্থা করেছি? ওরা পারেনি তাই আমাদের পরিষেবাগুলি বন্ধ করতে উদ্যত। সমস্ত নেতাকে জেলে ভরে আম আদমি পার্টিকে ধ্বংস করতে চাইছে। তবে তা এতটাও সহজ নয়। আপ একটি চিন্তাধারা, একটি আদর্শ। মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছে আপ।’

প্রসঙ্গত, শনিবার সকালেই গ্রেফতার করা হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আপ্তসহায়ক বিভব কুমারকে। আপ সাংসদ স্বাতী মালিওয়ালকে হেনস্থার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। সোমবার কেজরিওয়ালের বাড়িতেই এই হেনস্থার ঘটনাটি ঘটে বলে অভিযোগ দায়ের করেছিলেন স্বাতী মালিওয়াল। শনিবার দুপুরে বিভবকে দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়ি থেকেই গ্রেফতার করা হয়। তাঁকে পুলিশে হেফাজতে নিয়ে জেরা করা হবে বলে জানা গিয়েছে। তাঁর আগাম জামিনের আবেদনও খারিজ হয়ে গিয়েছে দিল্লি আদালতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 11 =