অলোকেশ ভট্টাচার্য
পটনায় গঙ্গায় নৌকাডুবি। বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বলে জানানো হয়েছে বিহার প্রশাসনের তরফ থেকে। এদিকে সূত্রে খবর, রবিবার সকালে অন্যান্য দিনের মতোই গঙ্গায় পারাপার করছিলেন স্থানাীয়রা। এদিন নৌকায় ছিলেন ১২ থেকে ১৩ জন। এঁদের মধ্যে অধিকাংশই গবাদি পশু চরাতে যাচ্ছিলেন। এমন সময় মাঝ গঙ্গায় এই ঘটনা ঘটে।
এই ঘটনায় মানের থানার আধিকারিক সুনীলকুমার ভগৎ জানান, সকাল ৭টা-৮টা নাগাদ মহাবীর টোলা ঘাটে নৌকা পৌঁছনোর মুখেই নৌকাডুবির ঘটনা ঘটে। তল্লাশি অভিযান চলছে। এসডিআরএফ টিম পৌঁছেছে ঘটনাস্থলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ১২-১৩ জন ছিলেন নৌকায়।
২০১৭ সালে একবার ভয়াবহ নৌকাডুবি হয় বিহারের পটনায়। ঘুড়ি ওড়ানো দেখতে গিয়ে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছিল নৌকাডুবিতে। মকরসংক্রান্তিতে ঘুড়ি ওড়ানোর উৎসবের আয়োজন করা হয়েছিল। সেই উৎসব দেখতে যাচ্ছিলেন প্রায় ৪০ জন যাত্রী। নৌকা ছাড়ার কয়েক মুহূর্তের মধ্যেই ঘটে বিপত্তি। উল্টে যায় সেই নৌকা। সলিল সমাধি ঘটে বহু। গতবারও নৌকাডুবি হয় বিহারে।