জয়ন্ত ঘোষ
ফের আতঙ্ক ছড়াচ্ছে করোনা। কলকাতার বুকে মাথাচাড়া দিচ্ছে মারণ ভাইরাস। গত এক সপ্তাহে পাঁচজনের দেহে কোভিড ভাইরাস মিলেছিল। রাজ্যে এখন সেটাই বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে।
এদিকে স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, এখনও পর্যন্ত সারা দেশে ২৭২ জন নতুন উপপ্রজাতির করোনা ভাইরাস অর্থাৎ কেপি.২ দ্বারা আক্রান্ত হয়েছেন। যার মধ্যে বাংলা থেকে যাওয়া ৩০টি নমুনা রয়েছে। বাংলা থেকে গত চারমাসে যে কটি নমুনা জিন বিশ্লেষণ এর জন্য পাঠানো হয়েছিল, তার মধ্যে থেকে ৩০টি নমুনা পজিটিভ আসে। অর্থাৎ তারা কেপি.২ নতুন উপপ্রজাতির করোনা ভাইরাস বা এফএলআইআরটি- ভ্যারিয়েন্টে আক্রান্ত। স্বাভাবিকভাবেই এই তথ্য সামনে আসার পরই উদ্বেগ বেড়েছে। তবে কি আবার মাস্কে মুখ ঢেকে বেরতে হবে আমজনতাকে? যদিও মাস্ক পরে বের হওয়া নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এখনও কিছু জানায়নি।