শ্যামসুন্দর মান্না
মাঝ আকাশে বিমান। গন্তব্য গুয়াহাটি। তবে ঝোড়ো হাওয়ার জেরে বিমান অবতরণই করতে পারল না গন্তব্যে। গুয়াহাটির আকাশে পৌঁছলেও এমন ঝোড়ো হাওয়া আর বৃষ্টির দাপট শুরু হয়, বিমান নিয়ন্ত্রণে রাখাই কার্যত মুশকিল হয়ে পড়ে। এই প্রতিকূল ঝোড়ো হাওয়া ও বৃষ্টির দাপটের কারণে গুয়াহাটি বিমানবন্দরে বিমানটি অবতরণ করতে পারেনি। বাধ্য হয়ে গুয়াহাটির বদলে দমদম বিমানবন্দরের দিকে মুখ ঘোরাতে হয় বিমানটির। এরপর রবিবার বাগডোগরা থেকে গুয়াহাটিগামী এই বিমানটিকে অগ্রাধিকারের ভিত্তিতে দমদম বিমানবন্দরে অবতরণ করানো হয়।
বিমানবন্দর সূত্রে খবর, এদিন রাত ৯টা বেজে ২৫ মিনিট নাগাদ স্পাইসজেটের এসজি ৩৪৫৪ বিমান ৮৩ জন যাত্রী (যার মধ্যে ২ জন শিশু ছিল), ৪ জন কেবিন ক্রু নিয়ে বাগডোগরা থেকে গুয়াহাটির উদ্দেশে উড়ান নেয়।