লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণের দিন সকাল ৭টা থেকেই ভোটগ্রহণ শুরু হয়ে যায় হুগলি, বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুরে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৫.৩৫ শতাংশ৷ নির্বাচন কমিশন সূত্রের খবর, সকাল ৯ টা পর্যন্ত নির্বাচন কমিশনে অভিযোগ সবচেয়ে বেশি জমা পড়েছে তৃণমূলের৷ তৃণমূল দিয়েছে ৩০টি, বিজেপি ২২টি ও সিপিআইএম-এর ২৫টি অভিযোগ।
নির্বাচন কমিশন সূত্রের খবর, সকাল ন’টা পর্যন্ত মোট অভিযোগ জমা পড়েছে ৪৭১টি। সরাসরি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অভিযোগ জমা পড়েছে, ৭২টি, যার মধ্যে তৃণমূল কংগ্রেস ৩০টি, সিপিএম ২৫টি ও বিজেপি ২২টি। এছাড়া, এনজিআরএস ও সি-ভিজিল অ্যাপের মাধ্যমে অভিযোগ জমা পড়েছে যথাক্রমে ৩০০টি ও ৯৯টি।
বেলা বাড়তে না বাড়তেই উত্তেজনা ছড়ায় হুগলির ধনেখালি ২ ব্লকের বোসো প্রাথমিক বিদ্যালয়ে৷ বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় অভিযোগ তোলেন, ওই বুথে ভোটার সহায়তা কেন্দ্রের নামে আশাকর্মীদের দিয়ে ভোটারদের প্রভাবিত করছিল তৃণমূল৷ এক আশাকর্মীকে রচনা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া স্লিপ সহ হাতেনাতে ধরেও ফেলেন লকেট৷ তাঁর অভিযোগ, পুলিশের সামনেই এই ঘটনা ঘটে৷ হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ, রচনা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া স্লিপ ভোটারদের বিলি করছিলেন ওই আশা কর্মী৷ স্লিপ কেড়ে নিয়ে ওই আশাকর্মীকে ফেরত পাঠান লকেট৷ নির্বাচন কমিশনে অভিযোগও জানান তিনি৷
যদিও বিজেপি প্রার্থীর অভিযোগকে গুরুত্ব দেয়নি কমিশন৷ নির্বাচন কমিশন জানিয়েছে, আশা কর্মীরা ভোটার সহায়তা কেন্দ্রে থাকতে পারেন৷ তৃণমূলের দাবি, লকেট প্রত্যেকবারই ভোটের সময় এসে একই নাটক করেন৷
এদিন নদিয়ার গয়েশপুরে বিজেপি-এর এজেন্টকে মারধরের ঘটনায় রিপোর্ট চাইল কমিশন। ফোর্স পাঠিয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার নির্দেশ কমিশনের।