পার্থ রায়
ভোটের সময় শহরকে নিরাপদে রাখতে বদ্ধপরিকর লালবাজার। শহরের উত্তর থেকে মধ্য, কিংবা দক্ষিণে চালানো হচ্ছে বিশেষ নাকা তল্লাশি। ।কারণ, আগামী ১ জুন কলকাতায় কেন্দ্রে ভোট। তার আগে ফের শহরে উদ্ধার টাকা। এবার এই নাকা তল্লাশিতেই প্রায় ৮ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে জোড়া বাগান থানা এলাকায়। গতকাল সন্ধ্যে সাড়ে সাতটার সময় সোদপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন হাওড়ার মাছ ব্যবসায়ী। তখনই ওই ব্যবসায়ীর গাড়ি আটকানো হয় জোড়া বাগান থানার সামনে। সেই সময় ওই ব্যবসায়ীর সঙ্গে ছিল লক্ষ লক্ষ টাকা। এমনটাই দাবি করছে লালবাজার। যদিও ওই মাছ ব্যবসায়ীর তরফে জানানো হয়েছে প্রত্যেকদিন এই নগদ টাকা তাদের ব্যবসায়িক কাজেই লাগে।
এর আগেও ভোটের আগে হাওড়া স্টেশন চত্বরে ব্যাগ ভর্তি টাকা উদ্ধার করে পুলিশ। দুদিন আগে মেদিনীপুরে এক বিজেপি নেতার কাছ থেকে ৩৫ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। স্বাভাবিকভাবে ১ জুন ভোটের আগে শহরে ফের এত পরিমাণ টাকা উদ্ধার হওয়ায় নতুন করে জল্পনা শুরু হয়েছে।