মহিলা যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করায় গ্রেপ্তার অটোচালক

ফের রাতের কলকাতায় চলন্ত অটোরিকশায় এক মহিলা যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার এবং শ্লীলতাহানির অভিযোগ উঠল চালকের বিরুদ্ধে। অভিযোগ, ওই মহিলা যাত্রী প্রতিবাদ করায় তাঁকে গালিগালাজও করা হয়। এরপর ওই মহিলা নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করলে অটো চালক ফ্রান্সিস থমাসকে গ্রেপ্তার করে পুলিশ।

অটো রুট গড়িয়া থেকে গোলপার্ক। সোমবার রাত ন’টা নাগাদ নাটক দেখে বাড়ি ফেরার সময় ঢাকুরিয়া থেকে অটোতে ওঠেন ওই তরুণী। তাঁর সঙ্গে আরও তিনজন মহিলা যাত্রী ছিলেন। প্রথম থেকেই দ্রুতগতিতে অটো চালাচ্ছিলেন অভিযুক্ত ফ্রান্সিস। অন্যান্য মহিলা যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারও করছিলেন। অটোর সামনে বাঁদিকে বসা এক মহিলা সে কারণে মাঝপথেই নেমে যান। দুর্ব্যবহারের প্রতিবাদ করায় ওই তরুণীকে অটোচালক হুমকির সুরে বলেন, ‘বেশি চমকাবেন না! কিছু করলে বাঁচাতে আসবে না কেউ।’

ঘটনা প্রসঙ্গে তরুণী পুলিশকে এও জানিয়েছেন, যাদবপুরের গাঙ্গুলি বাগানের কাছে অটো দাঁড় করাতেই তিনি নেমে যান। অভিযুক্ত চালক অন্য অটো চালকদের ডেকে ফের গালিগালাজ করতে থাকেন। পুলিশের কাছে তাঁর বক্তব্য, ‘টাকা না দিয়ে অটো থেকে নেমে যাচ্ছি বলে চালক পাল্টা অভিযোগ করেন। কিন্তু তেমনটা কিছু হয়নি। প্রকাশ্যে ফের গালিগালাজ করতে থাকেন অটো চালকেরা।’

তখনই সেখান দিয়ে যাচ্ছিলেন পুলিশকর্মী আশিসকুমার মণ্ডল। তিনি বিষয়টি দেখে ওই তরুণীকে থানায় অভিযোগ জানাবেন কি না, জানতে চান। তাতে সম্মতি জানিয়ে তরুণী থানায় যেতে রাজিও হয়ে যান। পরিস্থিতি বেগতিক দেখে ইউনিয়নের এক কর্তা এগিয়ে এসে মহিলাকে বাড়ি চলে যেতে বলে হুমকি দিতে থাকেন। শেষে ওই তরুণী নেতাজিনগর থানায় অভিযোগ জানান। পুলিশ সূত্রের খবর, ওই তরুণী পেশায় ডিজিটাল মার্কেটিং-এর ওই কর্মী। তিনি বলেন, ‘প্রথম থেকেই দুর্ব্যবহার করছিলেন অটো চালক। আমার গায়ে হাত দেওয়ারও চেষ্টা করেন। প্রতিবাদ জানিয়ে আমি থানায় অভিযোগ জানিয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 4 =