কাজল সিনহা
কলকাতায় বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে এসে পুলিশের বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। একইসঙ্গে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গে বিরোধীদের প্রচার না করতে দেওয়ার অভিযোগও তোলেন ত্রিপুরার মুখ্য়মন্ত্রী। অভিযোগের সুরে মুখ্যমন্ত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ চলছে। নির্বাচনের সময় নির্বাচনী প্রচার কি করা যাবে না?’ প্রত্যুত্তরে তৃণমূলের তরফ থেকে পাল্টা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস কর্মীদের যখন নানা ধরনের হেনস্থার শিকার হতে হয়েছে তখন মানিক সাহা চুপ ছিলেন কেন তা নিয়েও।
প্রসঙ্গত, দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর সমর্থনে হাজরা রোডে একটি রোড শোয়ের আয়োজন করা হয়। এই রোড শোয়ে তারকা প্রার্থী হিসেবে অংশ নিতে কলকাতায় আসেন মানিক সাহা।
অভিযোগ, পুলিশ অনুমতির অজুহাত দেখিয়ে হাজরা রোডে সেই নির্বাচনী প্রচার আটকে দেয়। আর এই ঘটনা জানাজানি হতেই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘটনার জেরে পুলিশি ভূমিকা নিয়ে তীব্র প্রতিবাদ জানান বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী-সহ শীর্ষ নেতৃত্ব। ঘটনার নিন্দা ও সমালোচনা করে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে জঙ্গল রাজ কায়েম করার বিস্ফোরক অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী সাহা। তিনি বলেন, ‘এটা কোন জমানায় বাস করছে মানুষ। নির্বাচনের সময় প্রচার করা যাবে না। এটাও কি হয়?’
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, ‘দাম্ভিকতা আর স্বৈরাচারের জ্বলন্ত উদাহরণ বাংলার মাননীয়ার। সকল নির্লজ্জতার সীমানা ছাড়িয়ে দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর সমর্থনে হাজরা রোডে আয়োজিত রোড শোয়ে দলদাস পুলিশ দিয়ে আটকে দেওয়ার মতো ঘটনা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ও সংবিধানের অপমান ছাড়া কিছুই নয়। এই অবিচার-অত্যাচার বাংলার গণতন্ত্রপ্রিয় জনগন আর সহ্য করবে না। এর জবাব ভোটের মাধ্যমে অবশ্যই দেবেন।’