প্রয়াত টেলি অভিনেতা ফিরোজ খান

২৩ মে বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ফিরোজ খান। হিন্দি কমেডি ধারাবাহিক ‘ভাবিজি ঘর পর হ্যায়’-তে ধোপার চরিত্রে ফিরোজ খানের অভিনয় দাগ কেটে গেছে দর্শকদের মনে। ২০১৫-২০২১ পর্যন্ত এই ধারাবাহিকে অভিনয় করেছেন ফিরোজ। তিনি যে শুধুমাত্র টেলিভিশনের জনপ্রিয় অভিনেতাই নন, ‘অমিতাভের ডুপ্লিকেট’ হিসেবেও তাঁর একটা জনপ্রিয়তা রয়েছে। বিগ বি-র আদলে সাজগোজ থেকে কথা বলার স্টাইলের জন্য ভীষণ ফেমাস ছিলেন ফিরোজ। সেই জন্য়ই তাঁকে ‘ডুপ্লিকেট অমিতাভ’ বলেও ডাকতেন অনেকেই। তাঁর প্রয়াণে গভীরভাবে শোকস্তব্ধ সব অভিনেতা আসিফ। ফিরোজ খান পরিবারিক সমস্যায় জর্জরিত ছিলেন বলে জানান অভিনেতা।

প্রয়াত কৌতুকশিল্পী ফিরোজ খানের সহ অভিনেতা আসিফ শেখ জানান,’আগে নিয়মিত শ্যুটিং সেটে আসতেন। একদিন হঠাৎ করেই আসা বন্ধ করে দেন। আমি শোয়ের পরিচালককে ফোন করার জন্য অনুরোধ করলাম। তখন তিনি জানান, ফোন করেছিলাম কিন্তু, আসতে রাজি হল না। বলল অভিনয় ছেড়ে দিয়েছি। পরিবারের কিছু সমস্যা রয়েছে। তাই মুম্বই ছেড়ে উত্তরপ্রদেশে নিজের শহর বাদাউনে চলে যাচ্ছেন।’

আসিফ আরও বলেন, ‘চার-পাঁচদিন আগে শ্যুটিংয়ের প্যাকআপের পর স্টুডিয়োর বাইরে এক ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে আসেন। নিজেকে ফিরোজের বন্ধু বলে পরিচয় দেন। উনি আমাকে বলেন তাঁর বাড়িও বাদাউনে। ওই ব্যক্তি আরও বলেন যে ফিরোজ খুব চিন্তার মধ্যে রয়েছেন। আমি ফিরোজের ফোন নম্বর চাইলাম। ভাবলাম ওঁর সঙ্গে কথা বললে ভালো লাগবে।’

অভিনেতা আরও বলেন, ‘তিনদিন আগে আমার কাছে ওঁর ফোন এসেছিল। কিন্তু, দুর্ভাগ্যবশত সেদিন কথা হয়নি। আমার মনে হয়, ওই ব্যক্তির সঙ্গে কথা হওয়ার বিষয়টা জেনেই আমাকে ফোন করেছিল। শ্যুটিংয়ে ছিলাম বলেই ফোনটা ধরতে পারিনি। ভেবেছিলাম পরে কথা বলে নেব। আমি কাজের সূত্রে দিল্লি গিয়েছিলাম। ফিরে এসে এই দুঃসংবাদটা পেলাম।’

এখানে এই প্রসঙ্গে বলে রাখা ভাল, একাধিক হিন্দি মেগায় অভিনয় করেছেন ফিরোজ খান। সেই তালিকায় রয়েছে, ‘জিজাজি ছাদ পর হ্যায়’, ‘সাহেব বিবি অউর বস’, ‘হাপ্পু কি উলটান পালটান’, ‘শক্তিমান’-এর মতো টেলি ধারাবাহিক। বেশ কিছু হিন্দি ছবিতেও অভিনয় করেছিলেন। আদনান স্বামীর আইকনিক ‘গান থোরি সি তু লিফট করা দে’-তেও ছিলেন প্রয়াত টেলি অভিনেতা ফিরোজ খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =