চারধাম যাত্রা বাতিল করাই শ্রেয়

সম্প্রতি একটা ট্রেন্ড হয়েছে, ঘোরার জন্য পাহাড়কে বেছে নেওয়া।কিন্তু পর্যটকদের অত্যধিক ভিড়ে পাহাড়ের পরিবেশ বেশ নষ্ট হচ্ছে। শুধু তাই নয়, পর্যটকেরাও পড়ছেন নানান সমস্যায়। একই সমস্যা দেখা দিয়েছে চারধামও। বহু প্রত্যাশিত চারধাম যাত্রার জন্য অনেকেই অপেক্ষায় থাকেন। চলতি বছরেও সেই যাত্রার শুভ সময়ের সূচনা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, প্রায় ২৬ লক্ষ তীর্থ যাত্রী এই যাত্রার জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছেন। তবে তীর্থ যাত্রা কখনই একসঙ্গে বেশি সংখ্যার দর্শনার্থীর জন্য নয়। অতিরিক্ত পরিমাণে দর্শনার্থী যাওয়ার ফলে গঙ্গোত্রী-যমুনোত্রী হাইওয়েতে ট্রাফিকের সৃষ্টি হয়েছে। দর্শনার্থীদের ঘণ্টার পর ঘণ্টা কাটাতে হচ্ছে রাস্তাতেই। ছু অংশে, তীর্থযাত্রীরা মৌলিক সুযোগ-সুবিধা ছাড়াই কয়েক ঘন্টা আটকা পড়েছিলেন।ফলে তাঁর ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করতেও শুরু করেন।

এই যানজটের কারণে বেশ কিছু তীর্থযাত্রী যমুনোত্রী ধামে তাদের দর্শন শেষ না করেই ফিরে যেতে বাধ্য হয়েছেন। হতাশ তীর্থযাত্রীদের অধিকাংশই অভিযোগ জানিয়েছেন, এটি একটি বিশাল প্রশাসনিক ব্যর্থতা। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। রাস্তার পাশে রাস্তা-নির্মাণের কাজও চলছে যা বাসিন্দাদের পাশাপাশি যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে আরও সমস্যা সৃষ্টি করছে। কি এতে কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক বিক্ষোভও হয়েছে। ফলে এই ধরনের সমস্যার সম্মুখীন না হতে চাইলে এই বছরের জন্য চারধাম যাত্রা বাতিল করাই শ্রেয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =