ঘটনাবহুল ৬ ষ্ঠ দফার ভোট

সকাল থেকে অ্যাকশন মোডে অভিজিৎ

ঘড়িতে ভোর সাড়ে ৫টা। ভোট শুরু হতে তখনও ঘণ্টা দেড়েক বাকি। তখন থেকেই রাস্তায় নামেন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবারই প্রথমবার নির্বাচনে লড়ছেন তিনি। আর এদিন সকাল থেকেই তাঁকে দেখা গেল একেবারে অ্যাকশন মোডে। সাত সকালেই ছুটলেন হলদিয়া। অভিযোগ তোলেন পুলিশি সন্ত্রাসের।

 

সিপিএম এজেন্টকে অপহরণের অভিযোগ

ভোট শুরু হতে না হতেই সিপিএম পোলিং এজেন্টকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ হলদিয়ায়। এরপরই গুরুপদ পাল নামে সেই ব্যক্তির বাড়িতে যান প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

 

লোহার রড, বাঁশ দিয়ে মার, রক্ত ঝরল ময়নায়

ময়নার বাকচার ইজমালিচক এলাকায় প্রবল উত্তেজনা। তৃণমূল-বিজেপি সংঘর্ষে অনন্ত বিজলি নামে তৃণমূলের এক কর্মী গুরুতর আহত হন। তাঁকে লোহার রড, বাঁশ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূলের। রক্তাক্ত অবস্থায় তাঁকে ময়না স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। গুরুতর অবস্থা থাকার কারণে তাঁকে সেখান থেকে রেফার করা হয় তমলুক জেলা হাসপাতালে।

 

ইভিএম বিকল, অপেক্ষায় ভোটাররা

শুরু হল না ভোট। পশ্চিম মেদিনীপুরের কেশপুরের ১৮০ নম্বর মহিষদা বুথে ইভিএম বিকল। অপেক্ষায় ভোটাররা।

 

এজেন্টদের মারধর করা হচ্ছে, অভিযোগ দেবাংশুর

নন্দীগ্রাম, ময়না সহ একাধিক এলাকায় তৃণমূল বুথ এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ তুললেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। একইসঙ্গে একাধিক বুথ বিজেপি দখল করে নিয়েছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি।

 

বর্ধমানের খণ্ডঘোষে ভোট দিতে বাধা, কমিশনে অভিযোগ সিপিএমের

ভোটারদের ভোট দিতে বাধা। বর্ধমানের খণ্ডঘোষের কামালপুরে বিরোধী এজেন্টদের ভয় দেখানোর অভিযোগ ওঠে। নির্বাচন কমিশনে অভিযোগ জানায় সিপিএম। তাদের দাবি, খণ্ডঘোষের ১৪১ নং বুথে নেই কোনও বিরোধী এজেন্ট। বামপন্থী দলের আরও অভিযোগ, তৃণমূল কংগ্রেসের বাহিনী বলছে, রেজাল্ট বেরনোর পর তাদের দেখে নেওয়া হবে। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই অভিযোগ নিয়ে শাসকদলের পাল্টা দাবি, তারা কোনও ঝামেলা করেননি।

 

বাঁকুড়ায় ভোট বিধায়ক অলোকের , জানালেন কেন্দ্রীয় বাহিনী অতি সক্রিয়

নিজের ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিয়ে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে সরব হলেন বাঁকুড়ার বড়জোড়ার তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায়। এদিন ভোট শুরুর সময়েই স্থানীয় বড়জোড়া গার্লস হাইস্কুলে পৌঁছে নিজের ভোট দেন বড়জোড়ার বিধায়ক। ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, ‘বুথে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনী রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কাজ করছে, অতি সক্রিয়তা দেখাচ্ছে।’

 

ভোটারদের আশ্বস্ত করতে হাজির সায়ন

তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত হলদিয়ার ঘাসিপুর হাই মাদ্রাসায় ভোটারদের আশ্বস্ত করলেন সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। ভোটগ্রহণ প্রক্রিয়া দেখতে এদিন বুথে হাজির হন তিনি। শান্তিপূর্ণ ভোট যেন হয়, তা নিয়ে কথা বলেন পুলিশ ও QRT-র সঙ্গে।

 

ভোটের দিনই ঝাড়গ্রামে উদ্ধার দেহ

মহিষাদলের পর ঝাড়গ্রাম। ভোটের দিনই আরও এক মৃত্যুর ঘটনা। শনিবার সকালে ষষ্ঠ দফা ভোট শুরুর আগেই উদ্ধার হল যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ। ঝাড়গ্রাম বিধানসভার অন্তর্গত লালগড় থানার বেলাটিকরি গ্রাম পঞ্চায়েতের কুরকুট সোল এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম উত্তম মাহাতো।

 

তালা দিয়ে আটকে দেওয়া হয়েছে সিপিএম এজেন্টদের

কেশপুরে সিপিএমের এজেন্টকে বসতে বাধা! ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেশপুর বিধানসভা কেন্দ্রের ২ নং অঞ্চলের ২৯ নং খেতুয়া বুথে এই অভিযোগ ওঠে। পাশাপশি খেতুয়া পার্টি অফিসে বাইরে থেকে তালা মেরে দেওয়ার অভিযোগও উঠেছে। অভিযোগ তৃণমুলের বিরুদ্ধে। সিপিএমের দাবি, ভিতরে আটকে রয়েছেন ৪ জন এজেন্ট। তাঁরা যেতে পারছেন না পোলিং বুথে। পুলিশকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ।

 

৫টি ইভিএম মেশিনে শুধুই বিজেপির ট্যাগ? অভিযোগ অরূপ চক্রবর্তীর

বিজেপির বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তোলেন বাঁকুড়া লোকসভার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। বাঁকুড়া লোকসভার রঘুনাথপুরের ৫ ইভিএম মেশিনে শুধুই বিজেপির স্টিকার থাকার অভিযোগ। তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর প্রশ্ন, ৫ টি ইভিএম মেশিনে বিজেপি ট্যাগ লাগানোর কারন কি? ভোট চুরির জন্য কি এটা করা হয়েছে? নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলে হুঁশিয়ারি তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর।

নারায়ণগড় খারাপ ইভিএম, দীর্ঘক্ষণ বন্ধ ভোট

ইভিএম মেশিন খারাপ হয়ে যাওয়ায় দীর্ঘক্ষণ বন্ধ থাকে ভোট গ্রহণ প্রক্রিয়া। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের কাঠালিয়ার ৭৩ নম্বর বুথে ইভিএম মেশিন খারাপ হয়ে গিয়েছে। লম্বা লাইন পড়েছে ভোটারদের। গরমের মধ্যে চরম অস্বস্তিতে তারা। নেই পানীয় জলের ব্যবস্থা, এমনটাই অভিযোগ ভোটারদের।

 

হাসপাতালে হাজির অভিজিৎ গঙ্গোপাধ্যায়

আহত বিজেপি কর্মী বাবুলাল মণ্ডলকে দেখতে হলদিয়া মহকুমা হাসপাতালে উপস্থিত হন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সঙ্গে হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল। আহত বিজেপি কর্মী হালিয়ার হাতিবেরিয়ার বাসিন্দা।

হিরণ হাত ধরে বুথে নিয়ে গেলেন ভোটারকে

ভোটের সকালে রাস্তায় নামার পরই রণংদেহী মেজাজে দেখা গেল ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণকে। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী বিক্রি হয়ে গিয়েছে, কোথাও দেখা যাচ্ছে না কুইক রেসপন্স টিমকে। ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগের পাশাপাশি, হিরণের দাবি, পুলিশ এলাকা জুড়ি সন্ত্রাস চালিয়েছে। পুলিশের সঙ্গে তাঁর বচসার ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।

 

সকাল ৯ টা পর্যন্ত কোথায়, কত ভোট

সকাল ৯ টা পর্যন্ত তমলুকে ভোট পড়েছে ১৯.০৭ শতাংশ, কাঁথিতে ভোট পড়েছে ১৫.৪৫ শতাংশ, ঘাটালে ভোট পড়েছে ১৮.২৭ শতাংশ, ঝাড়গ্রামে ভোট পড়েছে ১৬.২২ শতাংশ, মেদিনীপুরে ভোট পড়েছে ১৪.৫৮ শতাংশ, পুরুলিয়ায় ভোট পড়েছে ১২.৩৮ শতাংশ, বাঁকুড়ায় ভোট পড়েছে ১৭.৬৯ শতাংশ ও বিষ্ণপুরে ১৮.৫৬ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, গড়ে ১৬.৫৪ শতাংশ ভোট পড়েছে।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =