বিপর্যয় মোকাবিলায় আগামী ৪৮ ঘণ্টায় জেলা ভিত্তিক কন্ট্রোল রুম নম্বর জানাল প্রশাসন

বিপর্যয় মোকাবিলায় আগামী ৪৮ ঘণ্টা সজাগ থাকছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন। প্রবল ঝড়-বৃষ্টির কারণে কোনওরকম বিপদে পড়লে কন্ট্রোল রুমে যোগাযোগ করতে বলা হয়েছে। জেলাভিত্তিক কন্ট্রোল রুম নম্বর সহ বিস্তারিত তথ্য দেওয়া হল।

দক্ষিণ ২৪ পরগনা জেলা

জানা গিয়েছে, ক্যানিং থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। শনিবারই সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। রবিবার রাতে ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনার হেল্পলাইন নম্বর – ১৮০০৫৩২৫৩২৮

হাওড়া জেলা

রিমেল ঝড়কে সামাল দেওয়ার জন্য হাওড়া পুরসভার পক্ষ থেকে একটি বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। শহরের বাসিন্দারা সমস্যায় পড়লে পুরসভার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। কন্ট্রোল রুমের নম্বর ৬২৯২২৩২৮৭০। ২৪ ঘন্টা এই কন্ট্রোল রুম খোলা থাকবে। এছাড়াও আটটি স্কুলে ত্রাণ শিবির খোলা হয়েছে। পুরসভার আটটি ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম তৈরি থাকবে। অতিরিক্ত বৃষ্টি হলে যাতে শহরে জল জমে না যায় তার জন্য ১১ টি পাম্প হাউস চালানোর সঙ্গে ৬৭ টি পাম্পের বন্দোবস্ত করা হয়েছে।

 

উত্তর ২৪ পরগনা

ঘূর্ণিঝড় মোকাবিলায় উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকায় মাইক প্রচার শুরু হয়েছে। সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ ও হেমনগর উপকূল থানা এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় মাইক প্রচার চলছে। বসিরহাট মহকুমা শাসকের দফতরে ২৪ ঘন্টার জন্য একটি হেল্পলাইন খোলা হয়েছে। পাশাপাশি সুন্দরবনের সব ক’টি ব্লক অফিসে আলাদা করে হেল্পলাইন ডেস্ক চালু করা আছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সন্দেশখালি হেমনগর ও হিঙ্গলগঞ্জে একাধিক রেসকিউ সেন্টার চালু করা হয়েছে। কন্ট্রোল রুমের যোগাযোগ নম্বর -৯০৭৩৯৪০০৫৮,  ৯০৭৩৯৩৬৩২৩, ৯০৭৩৯৪০০৩৯

 

হুগলি জেলা

হুগলি চুঁচুড়া পুরসভার পক্ষ থেকে গঙ্গা তীরবর্তী এলাকায় চলছে মাইকিং প্রচার। আজ ২৫ মে থেকে ২৭ মে অবধি তিন দিন জেলার সমস্ত ঘাটে বন্ধ থাকবে ফেরি চলাচল। চুঁচুড়া, শ্রীরামপুর, উত্তরপাড়া, গুপ্তিপাড়া সহ বিভিন্ন ফেরিঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। হুগলি জেলার জন্য কন্ট্রোল রুম নম্বর- ৮১০০১০৬০৪১

 

পূর্ব মেদিনীপুর

পূর্ব মেদিনীপুর জেলাতেও ঝড়ের ভালোরকম প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। দিঘা সমুদ্র সৈকতে ইতিমধ্যে মাইকিং প্রচার শুরু হয়েছে। সমুদ্রে ইতিমধ্যে জলোচ্ছ্বাস শুরু হয়েছে। পর্যটকদের জন্য বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলিতে সতর্কতা জারি। এই জেলার কন্ট্রোল রুম নম্বর হল – ৯০০৭৩৯৩৯৮০৪

 

নদিয়া জেলা

নদিয়া জেলায় রিমেল ঝড়ের প্রভাব পড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলার। রিমেল ঝড়ের মোকাবিলায় নদিয়ায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। জেলা কন্ট্রোল রুম নম্বর ০৩৪৭২-২৫২১০৬, ৭৫৪৮৯৭৫৩০৩ । পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা ডব্লিউবিএসএডিসিএল-এর কন্ট্রোল রুম নম্বর – ০৩৪৭২-২৫১১৫০

 

মালদা জেলা

মালদা অতিরিক্ত জেলা শাসক পীযূষ সারুঙখে জানিয়েছে, দুটি হেল্পলাইন- ০৩৫১২ ২৫২০৫৮, ০৩৫১২-২৫৩০৫৬ গাজোল ও হাবিবপুর বেশি প্রভাব পড়ার সম্ভাবনা। রয়েছে দুটি কুইক রেস্পন্স টিম। চাঁচল ও ইংরেজবাজার দুটি টিম থাকবে। সমস্ত ফেরিঘাট বন্ধ থাকবে। বিদ্যুৎ দফতর, ফেরিঘাটের মালিকদের সঙ্গে বৈঠক হয়েছে। মৎস্যজীবীদেরও এলার্ট করা হয়েছে।

 

বিদ্যুৎ বিপর্যয়ে যোগাযোগ

ঝড়ের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য বিদ্যুৎবন্টন সংস্থাও। একইসঙ্গে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ৮৯০০৭৯৩৫০৩ এবং ৮৯০০৭৯৩৫০৪ নম্বরে যোগাযোগ করে বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগ বা জিজ্ঞাস্য থাকলে ফোন করা যাবে। এছাড়া ১৯১২১ নম্বরে যোগাযোগ করে অভিযোগ জানানো যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + fourteen =