শিয়ালদা সেকশনেও একগুচ্ছ ট্রেন বাতিল পূর্ব রেলের

ঘূর্ণিঝড়ের আশঙ্কায় শিয়ালদা সেকশনেও একগুচ্ছ ট্রেন বাতিল করল পূর্ব রেল। লক্ষ্মীকান্তপুর, বজবজ, ক্যানিং, ডায়মন্ড-হারবারের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করে দিয়েছে পূর্ব রেল। রবিবার ও সোমবার বাতিল থাকছে একাধিক লোকাল। রেলের তরফে স্পষ্ট বলা হয়েছে ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের কারণেই রেলের তরফে এই পদক্ষেপ করা হয়েছে।

২৬ তারিখ রবিবার বাতিল খাতায় থাকছে

 

লক্ষ্মীকান্তপুর-নামখানা: ৩৪৯১৪ ডাউন/৩৪৯৩৫ আপ

শিয়ালদহে-লক্ষ্মীকান্তপুর ৩৪৭৫৪ ডাউন/৩৪৭৫৭ আপ

শিয়ালদহ-বজবজ: ৩৪১৬৬ডাউন/৩৪১৬৫ আপ

শিয়ালদহে-ক্যানিং: ৩৪৫৫৪ ডাউন/৩৪৫৫৭ আপ

শিয়ালদহে-ডায়মন্ড হারবারঃ ৩৪৮৬০ ডাউন/৩৪৮৫৯ আপ

 

২৭ তারিখ সোমবার বাতিলের সূচিতে রয়েছে

 

লক্ষ্মীকান্তপুর-নামখানা: ৩৪৯১৪ ডাউন/৩৪৯৩৫ আপ, ৩৪৯১৬ ডাউন/৩৪৯৩৭ আপ, ৩৪৯৮১ আপ

 

শিয়ালদহে-লক্ষ্মীকান্তপুর: ৩৪৭১২ ডাউন/৩৪৭১১ আপ, ৩৪৭১৪ ডাউন/৩৪৭১৩ আপ, ৩৪৭১৬ ডাউন/৩৪৭১৫ আপ, ৩৪৭১৭ আপ

শিয়ালদহে-ডায়মন্ড হারবার: ৩৪৮১২ ডাউন/৩৪৮১১ আপ, ৩৪৮১৪ ডাউন/৩৪৮১৩ আপ, ৩৪৮১৬  ডাউন/৩৪৮১৫ আপ

শিয়ালদহে-ক্যানিং: ৩৪৩৫২ ডাউন/৩৪৫১১ আপ, ৩৪৩৫৪ ডাউন/৩৪৫১৩ আপ

শিয়ালদহ-সোনারপুর: ৩৪৪১২ ডাউন/৩৪৪১১ আপ

শিয়ালদহে-বজবজ: ৩৪১১২ ডাউন/৩৪১১১ আপ, ৩৪১১৪ ডাউন/৩৪১১৩ আপ

শিয়ালদহে-বারুইপুর: ৩৪৬১২ ডাউন/৩৪৬১১ আপ, ৩৪৬১৪ ডাউন/৩৪৬১৩ আপ

শিয়ালদহ/বারাসাত-হাসনাবাদ: ৩৩৫১১ আপ/৩৩৫১২ ডাউন, ৩৩৩১১ আপ/৩৩৫১৪ ডাউন, ৩৩৩১৩ আপ/৩৩৩১২ ডাউন

একইসঙ্গে সোমবার সকালে আবার বেশ কিছু ট্রেন সময়ও বদলানো হবে বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফ থেকে। শুধু ট্রেন নয়, কলকাতার আকাশপথে বিমান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঝড়ের কারণে। রবিবার রাত ১২ টা থেকে পরশু সকাল ৯টা পর্যন্ত আলাদাভাবে নিয়ন্ত্রণ করা হবে বিমান চলাচলও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + ten =