রেল যাত্রীদের সামনে ত্রাতার ভূমিকায় আরপিএফ, বাঁচাল ৩ প্রাণ

দুর্যোগের আবহে ত্রাতার ভূমিকায় আরপিএফ। তাদের কড়া নজরদারিতে বাঁচল তিনটে প্রাণ। সূত্রে খবর, রবিবার হাওড়া-আরামবাগ লোকালে ঘটে যায় বিপত্তি। চলন্ত ট্রেন থেকে পড়ে যান এক ব্যক্তি। ট্রেন ও প্ল্য়াটফর্মের ফাঁক দিয়ে নিচে চলে যান তিনি। তা নজরে আসতেই দ্রুত হাওড়া নর্থ পোস্টের আরপিএফ কর্মীরা উদ্ধার করেন ওই যাত্রীকে।

অন্যদিকে শিয়ালদহ স্টেশনেও দেখা যায় একই ছবি। শিয়ালদহ-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস  প্ল্যাটফর্মে ছেড়ে যাওয়ার সময় এক ব্যক্তি দৌড়ে এসে ট্রেনে ওঠার চেষ্টা করতেই তাঁর পা পিছলে যায়।  দ্রুত ঘটনা সামাল দেন আরপিএফ কর্মীরা। তাতেই বরাত জোরে প্রাণে বাঁচেন ওই যাত্রী। ঘটনা দেখে ততক্ষণে হতবাক প্ল্যাটফর্মে থাকা অন্যান্য যাত্রীরা। ধন্যবাদও জানান উদ্ধারকারী আরপিএফ কর্মীদের।

একই ছবি বালিতেও। সেখানেও তারকেশ্বর-হাওড়া লোকাল থেকে নামার সময় পা পিছলে পড়ে যাচ্ছিলেন এক মহিলা যাত্রী। সেই সময় প্ল্যাটফর্মে ডিউটিতে ছিলেন বেশ কিছু আরপিএফ কর্মী। তাঁরা সাহায্যের হাত বাড়িয়ে দিতেই পড়তে পড়তেও বেঁচে যান ওই যাত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 11 =