১০ জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার পোষিত স্কুল খুলতে চলেছে। সোমবার এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে জানাল স্কুল শিক্ষা দফতর। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ জুন থেকে শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্কুলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, যেহেতু লোকসভা নির্বাচন চলছে তাই ৪ জুন পর্যন্ত বহু স্কুল ব্যবহার হতে পারে। সে কারণেই তারপরে আরও পাঁচদিন সময় দেওয়া হয়েছে স্কুলগুলিকে পড়ুয়াদের পড়াশোনার যোগ্য করার জন্য। ৯ জুনের মধ্যে স্কুলগুলিকে পড়ুয়াদের জন্য সাজিয়ে গুছিয়ে রাখতে বলা হয়েছে। ১০ জুন থেকে পঠনপাঠন চালু হবে ওই স্কুলগুলিতে।