জেলা পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ বিচারপতির

শিবাশিস রায়

 

পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে সংগ্রামী যৌথ মঞ্চের মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বুধবার পাণ্ডবেশ্বর রেলস্টেশন থেকে ফুলবাগান দুর্গা মন্দির পর্যন্ত মিছিল ও সভা করার কথা রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের। কিন্তু তাতে বাধ সাধে সংশ্লিষ্ট জেলা পুলিশ প্রশাসন। ফলে মিছিল ও সভার জন্য পুলিশি অনুমতি মিলছিল না। এই ইস্য়ুতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সংগ্রামী যৌথ মঞ্চ। এদিনের এই মামলায় হাইকোর্টের বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের অবকাশকালীন বেঞ্চ জানায়, বুধবার বেলা ১২টার সময় পাণ্ডবেশ্বর স্টেশন থেকে ফুলবাগান দুর্গা মন্দির পর্যন্ত ওই মিছিল ও সভা করতে পারবে সংগ্রামী যৌথ মঞ্চ।

পাশাপাশি সংগ্রামী যৌথ মঞ্চের এই মামলায় মঙ্গলবার জেলায় পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। পুলিশের আচরণ প্রসঙ্গে বিচারপতি মন্তব্য করেন, ‘জেলায় পুলিশ নিজেকে সর্বেসর্বা মনে করে।’ এদিন মামলার শুনানির সময় রাজ্যের তরফে জানানো হয়েছিল, যেহেতু নির্বাচন চলছে, তাই বর্তমানে সভা ও মিছিলের অনুমতি দেওয়া সম্ভব নয়। যদিও নির্বাচন কমিশনের থেকে জানানো হয়, তাদের কোনও আপত্তি নেই। যেহেতু এই মিছিলের সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই, তাই তাদের আপত্তি নেই বলে আদালতে জানায় কমিশন। এরপরই সংগ্রামী যৌথ মঞ্চের কর্মসূচিতে সবুজ সংকেত দেয় আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 9 =