মঙ্গলবারই কলকাতা উত্তর ও দক্ষিণে জোড়া পদযাত্রা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘটনাচক্রে ওইদিনই উত্তর কলকাতায় পদযাত্রা করেন নরেন্দ্র মোদিও। এরপর বুধবার মেটিয়াবুরুজের প্রচারসভা থেকে মমতা জানান, বৃহস্পতিবারও কলকাতার রাস্তায় রোড শো করবেন তিনি। বুধবার প্রচারসভার মঞ্চ থেকে মমতা বলেন, ‘কাল আমি পুরো সাউথ ক্যালকাটা ১২ কিলোমিটার মিছিল করব। আমি বলেছিলাম অভিষেককে তোর এখানে যাব। তাই আজ এলাম। মোদিজি গতকাল যেখানে মিটিং করলেন, আজ আমি সেই শ্যামবাজার থেকে বিবেকানন্দ বাড়ি অবধি মিছিল করলাম। এটা ছিল প্রতিবাদের। মোদি গিয়েছিল গতকাল রাজনীতি করতে।’
এরই রেশ ধরে কালীঘাটের সভায থেকে তৃণমূল সুপ্রিমো ঘোষণা করেন, বৃহস্পতিবার দুপুর ২টো থেকে জমায়েত শুরু হবে। তারপর সুকান্ত সেতু হয়ে গোপাল নগর পর্যন্ত ১২ কিলোমিটার মিছিল হবে।
বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা রোড শো এগোবে যাদবপুর ৮বি বাস স্ট্যান্ড থেকে বালিগঞ্জ ফাঁড়ি (ভায়া যাদবপুর থানা, ঢাকুরিয়া, গোলপার্ক, গড়িয়াহাট, বালিগঞ্জ ফাঁড়ি)৷ তারপর, হাজরা রোড, শরৎ বোস ক্রসিংস চক্রবেড়িয়া রোড, জাস্টিস চন্দ্র মাধব রোড, রামমোহন দত্ত রোড, অ্যালেনবাই রোড, পদ্মপুকুর রোড, যদুবাবুর বাজার, ডিএন ঘোষ রোড, হরিশ মুখার্জি রোড, কালীঘাট ফায়ার স্টেশন হয়ে গোপালনগর। গোপালনগরেই শেষ হবে রোড শো।