কালিয়াচক বললেই ২০২১ সালে মালদহের পরিবারের চারজনকে আন্ডার গ্রাউন্ড ট্যাঙ্কে চুবিয়ে নৃশংসভাবে খুনের স্মৃতি উস্কে দেয়। এবার সেই কালিয়াচক কাণ্ড-ই আসছে বড়পর্দায়। তবে শুধুই অন্ধকারের কাহিনি নিয়ে নয়, সমাজ, পরিবার, পরিস্থিতি সবই থাকবে রাতুল মুখোপাধ্যায় পরিচালিত ‘কালিয়াচক চ্যাপ্টার ১’ -এ। যা নিয়ে আর এই ছবির ঝলকেই লোভ, হিংসা, প্রতিশোধ, খুন, রক্তের মোড়কে তৈরি ট্রেলারে রুদ্ররূপে ধরা দিলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে থাকছেন রূপাঞ্জনা।
ছবির ট্রেলার প্রসঙ্গে ছবির পরিচালক রাতুল মুখোপাধ্যায় জানান, ‘কালিয়াচক চ্যাপ্টার ১ মূলত একটি অ্যাকশন ক্রাইম থ্রিলার। আমরা অর্গ্যানিকভাবে গোটা বিষয়টা সিনেমার পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ছবির গান, ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা বেশ অন্যরকম ভাবে তৈরি করার চেষ্টা করেছি। আশাকরি মানুষের খুব ভালো লাগবে।’
ক্রাইম, অ্যাকশন, থ্রিলারে ভরপুর এই ছবিতে নতুন মুখের আধিক্য, ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর অসীম আখতারকে। ছবিতে নতুন একরাশ মুখ ও অসীম সম্পর্কে বলতে গিয়ে এও রাতুল জানান, ‘বাংলা ছবির জগতে নতুনদের সুযোগ দেওয়ায় এই ছবির মান অনেক ধাপ এগিয়ে এসেছে। প্রত্যেকেই তাঁদের বেস্টটা দিয়ে অভিনয় করেছেন। অসীম অসাধারণ। পরিচালক হিসেবে আমি ঠিক যেভাবে ছবিতে ওকে দেখতে চেয়েছি ঠিক সেভাবেই পেয়েছি।’
এই প্রথম বাংলা ছবিতে অসীম, তিনি জানান, ‘অভিনয় করার স্বপ্নটা আমার অনকেদিনের। মুখ্য চরিত্রে এরকম একটা সিনেমায় অভিনয় করার সুযোগ আসবে ভাবিনি। আমি সাধ্যমত চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তোলার। রাতুলদার কাছে আমি কৃতজ্ঞ, আমার মত নতুনদের সুযোগ করে দেওয়ার জন্য। পরিচালক হিসেবে একজন নবাগত অভিনেতাকে সঠিক গাইড দিয়ে রাতুল দা যেভাবে হেল্প করেছেন, আমি সেটা বলে ভাষায় প্রকাশ করতে পারব না।’
সাঁই বাংলা ফিল্মস’ এবং নয়ন রাজের প্রযোজনায় আগামী ১৪ জুন বড়পর্দায় আসছে ‘কালিয়াচক চ্যাপ্টার ১’। রাতুলের পরিচালনায় এই ছবিতে কালিয়াচক নামক স্থানের একদল বাসিন্দার কাজকর্মের গল্প বলবে। ছবিতে নবাগত অসীম ও অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে পার্থসারথী, দেবপ্রসাদ হালদার, দেবপ্রতীম দাশগুপ্ত, প্রতীশ ঘোষকে। অতনু তানুজ ঘোষের চিত্রনাট্যে তৈরি হয়েছে ছবিটি।