কলকাতা মেট্রোর প্রধান লক্ষ্য যাত্রীদের সঠিক পরিষেবা দেওয়ার সঙ্গে তাঁদের সুরক্ষিত রাখাও। আর সেই কারণে কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি প্রতিদিন এবং প্রতিনিয়তই লক্ষ্য় রাখেন মেট্রো যাত্রীদের সুরক্ষার ব্য়াপারে। তিনি কখনওই চান না এমন কোনও ঘটনা ঘটুক যাতে মেট্রো যাত্রীদের কোনও ধরনের দুর্ভোগে পড়তে হয়। আর সেই কারণেই মেট্রো কর্মী এবং আধিকারিকদের নিয়ে প্রায়শই চালানো হয় মকড্রিল।
এই রকমই বুধবারও এক মক ড্রিল হয়ে গেল ইস্ট-ওয়েস্ট মেট্রোয়। যার তত্ত্বাবধানে ছিলেন মেট্রোরই শীর্ষ স্তরের আধিকারিকেরা। এদিনের মকড্রিলে দেখানো হয় কীভাবে কোনও মেট্রোর রেক লাইন চ্যূত হলে তাকে দ্রুত লাইনে ফিরিয়ে মেট্রো পরিষেবা স্বাভাবিক রাখা হবে।
এদিনের এই মক ড্রিলে অংশ নেন ট্র্যাফিক, ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনস, আরপিএফ, ফায়ার অ্যান্ড সেফটি ডিপার্টমেন্টের শীর্ষ আধিকারিকেরা।