নির্বাচনের আগে ভাঙড়ে পরিস্থিতি খতি দেখলেন পুলিশ অবজার্ভার  

১ জুন যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোট। যাদবপুর লোকসভার অন্তর্গত ভাঙড়  বিধানসভা এলাকা বারবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠতে দেখা গেছে। এমনকি গত পঞ্চায়েত ভোটে রক্তাক্ত হয়েছিল গণনা কেন্দ্র তথা কাঠালিয়া স্কুল সংলগ্ন এলাকা। আর সেই কারণেই কমিশনের বিশেষ নজর রয়েছে এই ভাঙড়ে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে বৃহস্পতিবার  ভাঙড়ের পরিস্থিতি খতিয়ে দেখতে হাজির হন পুলিশ অবজার্ভার নিলেশ ভার্নি। এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, যাদবপুর ও ডায়মন্ড হারবার লোকসভার পুলিশ অবজার্ভার তিনি।

এদিকে সূত্রে খবর, বুধবার রাতে পৃথক সংঘর্ষের ঘটনায় তৃণমূল ও আইএসএফ কর্মীদের মধ্যে সংঘাতের অভিযোগ ওঠে। এরপর বৃহস্পতিবার পুলিশ অবজারভার নিলেশ ভার্নি প্রথমেই কাঠালিয়া স্কুলে আসেন। সেখানে এসে পরিকাঠামো খতিয়ে দেখেন। এরপর কাঠালিয়া থেকে বেরিয়ে সোনপুর বাজারে আসেন। সেখানে এসে স্থানীয় মানুষ জন ও রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে কথাও বলেন। এলাকার পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি তিনি উত্তর কাশিপুর থানায় আসেন। সেখানে এলাকার পরিস্থিতি নিয়ে ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ ও থানার ওসি অমিত কুমার চট্টোপাধ্যায়ের সঙ্গেও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠক সারেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =