ভোটের আগে আইএসএফ কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধার করল উত্তর কাশীপুর থানার পুলিশ। বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে উত্তর কাশীপুর থানার চকমরিচা এলাকায় হানা দেয় পুলিশকর্মী এবং আধিকারিকেরা। পুলিশ সূত্রে খবর, চকমরিচা এলাকায় মেহের আলি মোল্লার বাড়িতে বোমা বাধার কাজ করছিল দুষ্কৃতীরা। পুলিশ দেখে সেই বোমা রেখে পালিয়ে যায় তারা। ঘটনাস্থল থেকে পুলিশ মোট ৯টি বোমা উদ্ধার করেছে। খুব স্বাভাবিক ভাবেই সপ্তম দফা নির্বাচনের ঠিক আগে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এই ঘটনায় বাড়ি মালিক মেহের আলি মোল্লাকে গ্রেফতার করে উত্তর কাশিপুর থানার পুলিশ। সূত্রে খবর, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এদিকে, ভাঙড়ে তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে হামলার অভিযোগ। অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। ঘটনাটি ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের কোচপুকুর এলাকায়। অভিযোগ মিছিলের নামে আইএসএফ কর্মী সমর্থকরা চালতাবেড়িয়া এলাকার তৃণমূল সমর্থক ইবাদুল্লা মোল্লার বাড়িতে হামলা চালায়। ভাতের হাঁড়ি ফেলে দেয়। এমনকি মহিলাদেরও মারধর করে। যদিও অভিযোগ অস্বীকার করে আইএসএফ। কোনও হামলা করা হয়নি বলে এলাকার আইএসএফ নেতারা জানান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালে উত্তর কাশীপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।