শনিবার সন্দেশখালির ভোট। তার আগে স্বস্তি বাড়ল বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের। তার অনুগামী হিসাবে পরিচিত পাঁচজনকে জামিন দিল কোর্ট। গত মাসে বিজেপির বিক্ষোভ কর্মসূচি ও তৃণমূল কর্মীর বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার করা হয় তাঁদের। বৃহস্পতিবার তাঁদের জামিন মামলার শুনানি ছিল। কলকাতা হাইকোর্টের গ্রীষ্মাবকাশকালীন ডিভিশন বেঞ্চে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ও বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চে শুনানি হয়।
শুনানির পর শর্তসাপেক্ষে জামিন পান অজিত সর্দার, গীতা বর, সুদেব দে (মানিক), সুখপ্রকাশ মণ্ডল, উৎপল মাইতি। আদালতের শর্ত, সন্দেশখালি এলাকায় ঢুকতে পারবেন না এই পাঁচজন। শুধুমাত্র ১ তারিখ ভোট দিতে যেতে পারবেন তাঁরা। ১২ তারিখ হাইকোর্টের নিয়মিত বেঞ্চে মামলার পরবর্তী শুনানি হবে।
শনিবার বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট। সন্দেশখালি এই কেন্দ্রের মধ্যে পড়ে। ভোটের আবহে সন্দেশখালির একের পর এক ভাইরাল ভিডিয়োকে সামনে রেখে শুরু হয় চাপানউতর। সেই আবহে থানা ঘেরাও কর্মসূচি হয়। সন্দেশখালির এক তৃণমূল নেতা দিলীপ মল্লিকের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এরপরই এই পাঁচজনকে গ্রেফতার করা হয়।