বঙ্গের সপ্তম দফার নির্বাচনে সমগ্র শক্তি এক করে নামছে কমিশন

সপ্তম দফার নির্বাচনে নিজেদের সমগ্র শক্তিকে এক করে নামছে নির্বাচন কমিশন। প্রসঙ্গত, ১ জুন শেষ দফার ভোট। এদিন বাংলার ৯ লোকসভা কেন্দ্রে ভোট। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবারের ভোট। শেষ দফা ভোটে পাখির চোখ কমিশনের। নির্বিঘ্নে ভোট করতে শেষ দফায় ‘ফুল ফোর্স’ নিয়ে নামছে কমিশন। সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী থাকছে এই দফার ভোটে। শুধু লোকসভা ভোটই নয়, এদিন বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও। এই ভোটও যথেষ্ট হাইভোল্টেজ। শতবর্ষ পার করেছেন এমন হাজারেরও বেশি ভোটার রয়েছেন এই দফায়।

কমিশন সূত্রে খবর, সপ্তম দফার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকছে ৯৬৭ কোম্পানি। পুলিশ জেলার নিরিখে কলকাতায় থাকছে ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বারাসতে ৮১ কোম্পানি, ব্যারাকপুরে ৮১ কোম্পানি, বারুইপুরে ১৬০ কোম্পানি, বসিরহাটে ১১৬ কোম্পানি, বিধাননগরে ৫৯ কোম্পানি, ডায়মন্ড হারবারে ১১০ কোম্পানি, সুন্দরবনে ১১৪ কোম্পানি।

সপ্তম দফায় এক ধাপে বেড়েছে কুইক রেসপন্স টিম বা কিউআরটি। ১ জুন থাকছে ১৯বঙ্গে ভোটের ওপর নজর রাখতে নামানো হচ্ছে ১৯৫৮ কিউআরটি বা কুইক রেসপন্স টিমম।যার মধ্যে কলকাতায় থাকবে ৬০০ কিউআরটি। কমিশনের দাবি, এবার মাত্র ১৫ মিনিটে স্পটে পৌঁছে যাবে কিউআরটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 11 =